পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৮ নভেম্বর —— বালুরঘাট পুরসভার উন্নয়ন তহবিল থেকে চেক জালিয়াতির মাধ্যমে ১৫ লক্ষ টাকা লোপাটের ঘটনায় কলকাতা থেকে গ্রেফতার হলেন দুই অভিযুক্ত। ধৃতদের নাম মহম্মদ ইশাক ও ওয়াসিম আক্রম। কলকাতার মুচিপাড়া থানা এলাকা থেকেই ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। যে ঘটনার তদন্তে ইতিমধ্যে বালুরঘাট থেকে বিশেষ অফিসারদের একটি দল কলকাতায় পৌঁছেছেন বলে জানিয়েছেন ডিএসপি বিক্রম প্রসাদ।
জানা যায়, গত বুধবার বালুরঘাট পুরসভার অ্যাকাউন্ট থেকে তিনটি জাল চেক ব্যবহার করে ১৪ লক্ষ ৪০ হাজার ৬৮ টাকা তুলে নেওয়া হয়। যা নিয়ে পুরসভার চেয়ারম্যান অশোক মিত্রের দাবি, আসল চেকগুলি অক্ষত অবস্থায় পুরসভার দপ্তরেই রয়েছে। তবে কীভাবে জাল চেক ব্যবহার করে তহবিল থেকে টাকা তুলে নেওয়া সম্ভব হল, তা নিয়েই উঠেছিল প্রশ্ন । পুরসভা সূত্রে খবর, শহরের বিভিন্ন ভবনের মেরামতির জন্য অ্যাকাউন্টে থাকা ১৬ লক্ষ টাকার মধ্যে এই বিপুল অর্থ লোপাট হয়। যে ঘটনা নিয়ে বৃহস্পতিবার বালুরঘাট থানা এবং ব্যাংক অফ ইন্ডিয়ার বালুরঘাট শাখায় একটি লিখিত অভিযোগ দায়ের করে পুরসভা। যে ঘটনার তদন্তে নেমেই কলকাতার মুচিপাড়া থানার পুলিশ ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করে।
ডি এস পি বিক্রম প্রসাদ বলেন, বালুরঘাট থানাতে এনিয়ে একটি অভিযোগ পাবার পরেই তদন্ত শুরু করে পুলিশ। অন্যদিকে কলকাতার মুচিপাড়া থানাতেও এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি অভিযোগ দায়ের হয়। সেখানেও বেশকিছু পুরসভায় এধরণের ঘটনা সামনে আসে। যার পরিপ্রেক্ষিতেই ওই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। যাদের জিজ্ঞাসাবাদের জন্য বালুরঘাট থেকে তদন্তকারী অফিসাররা কলকাতায় পৌঁছেছে।
এদিকে এই ঘটনা নিয়ে কেন্দ্রের বেসরকারীকরণ নীতিকে তীব্র আক্রমণ করেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র। তিনি বলেন, “ব্যাংক এবং অর্থব্যবস্থার সুরক্ষা ভেঙে পড়েছে। মানুষের সুরক্ষার কোনও গ্যারান্টি থাকছে না। ব্যাঙ্ক থেকে এভাবে টাকা লোপাট হওয়া অত্যন্ত উদ্বেগজনক।” পুলিশ তদন্ত করলেই জানতে পারবে এই জালিয়াতি চক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে।

