পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৬ নভেম্বর ——— উত্তরবঙ্গের অন্যতম ঐতিহ্যবাহী বোল্লা কালী পুজো এবার পেতে চলেছে নতুন আভিজাত্যের ছোঁয়া। সাড়ে সাত হাত উচ্চতার বিশাল প্রতিমাকে এবার সাজানো হবে পাঁচ কেজি রুপোর নুপুর, ১২০ গ্রাম সোনার জিহ্বা এবং ঝলমলে হীরার টিপ দিয়ে। দেবীর শোভা বাড়িয়ে তোলা যে অলঙ্কারগুলির মধ্যে পাঁচ কেজি রুপোর নুপুর থাকছে পুজো কমিটির তরফে উপহার। বাকি গহনাগুলি দেবীকে অর্পণ করবেন দেশ-বিদেশ থেকে আসা ভক্তরা।
পুরনো রীতি মেনে রাসপূর্ণিমার পরের শুক্রবার অর্থাৎ ২২ নভেম্বর বালুরঘাটের বোল্লা গ্রামে শুরু হবে পুজো। দেবীর মহিমা এবং মাহাত্ম্যের টানে প্রতিবছর দেশ ও বিদেশ থেকে ছুটে আসেন বহু ভক্ত। তাঁদের দেওয়া অলঙ্কারই প্রতিমার সাজসজ্জায় ভিন্ন মাত্রা যোগ করবে এবছরে। এই বিশাল বোল্লা কালীর পুজোকে কেন্দ্র করে এলাকায় বসবে তিন দিনের বিরাট মেলা, যা উত্তরবঙ্গের অন্যতম বৃহত্তম মেলা হিসেবে পরিচিত। পুজো কমিটির তরফে জানানো হয়েছে এবছর “দেবীর জন্য বিশেষভাবে তৈরি করা পাঁচ কেজি রুপোর নুপুর এবং ১২০ গ্রাম সোনার জিহ্বা এক অন্য মাত্রা যোগ করবে। তবে ভক্তদের দেওয়া অলঙ্কারই দেবীর প্রকৃত সাজসজ্জার পরিচায়ক। প্রতিবছর দেবীর এই বিশেষ সাজ ভক্তদের মন জয় করে।”
বোল্লা মেলায় শুধু পুজো নয়, থাকবে নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান, হস্তশিল্পের প্রদর্শনী এবং ঐতিহ্যবাহী ভোগ বিতরণ। মেলার চৌহদ্দিতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, “বোল্লা কালী মায়ের মাহাত্ম্যের কথা রাজ্য ছাড়িয়ে দেশের বাইরেও পৌঁছে গিয়েছে। প্রতিমার বিশালতা এবং অলঙ্কারের শোভা দেখতে এই মেলায় হাজার হাজার মানুষের ঢল নামে। ভক্তদের মতে, এই পুজোতে অংশ নিলে মনস্কামনা পূর্ণ হয়।
বোল্লা মন্দিরের পুরোহিত অরূপ চক্রবর্তী বলেন, দেবীর মাহাত্ম্যেই ভক্তদের ঢল নামে পুজোর কয়েকটি দিনে। যে ভক্তদের দেওয়া হীরের টিপ, রুপোর মুন্ড মালা ও সোনার জিহ্বায় সেজে উঠবে দেবী।
বোল্লা পুজো কমিটির ম্যানেজার মানস রঞ্জন চৌধুরী বলেন, দেবীকে সাজিয়ে তুলতে এবারে তাদের তরফে প্রায় পাচ কেজি রুপোর নূপুর তৈরি করা হয়েছে।

