আলিপুরদুয়ার : —————–——ফালাকাটা ব্লকের ময়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের কুঞ্জনগরে ফালাকাটার ৫৫ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের খাবার সামগ্রী পরিবেশন করায় বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা l গ্রামবাসীদের অভিযোগ এই অঙ্গনওয়ারি কেন্দ্রে উত্তীর্ণ তেতো ছাতু এবং পোকা ধরা চাল দেওয়া হচ্ছে শিশুদের l অঙ্গনারী কেন্দ্রের কর্মী জানান এতে তাদের কিছু করার নেই তারা এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন l

