:- মাথাভাঙ্গা
আরজিকর ঘটনার প্রতিবাদ কর্মসূচিতে হামলার অভিযোগ।এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।প্রতিবাদ কারি এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে।তৃণমূল কংগ্রেসের দাবি প্রতিবাদ কর্ম সূচির নামে রাজনীতি করছে বিরোধী দল গুলো।আমরা মানব বন্ধন করলাম।মারধরের কোনো ঘটনা ঘটেনি।
মাথাভাঙ্গার ঘটে নাই তিনজনকে গ্রেফতার করল মাথাভাঙ্গা থানার পুলিশ । গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আসিফ আক্তার , শুভজিৎ ভৌমিক, বিবেক সাহা । এদিন সাংবাদিক সম্মেলন করে বিষয়টি জানান অতিরিক্ত জেলা পুলিশ সুপার সন্দীপ গড়াই । সাংবাদিক সম্মেলন করে তিনি জানান গতকাল সন্ধ্যায় মাথাভাঙ্গা শহরে ভারতীয় গণনাট্য সংঘ ও ভারতীয় শিল্পী সংঘ নামে সংগঠন আর জি করের ঘটনা নিয়ে প্রতিবাদ সভার আয়োজন করে। সেই সভা শেষ হয়ে যায় । সভা শেষে স্থানীয় কিছু বাসিন্দা ও প্রদূত সাহা বলে ব্যক্তির সাথ রাস্তায় কিছু গ্রাফিক নিয়ে বাত বিতন্ডা হয় ।জা নিয়ে থানায় লিখিত অভিযোগ হয় ।অভিযোগের ভিত্তিতে তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

