মালদা :———-–এই মুহূর্তে সবচেয়ে বড় খবর |আবারো ভয়াবহ আগুন হিজল ফরেস্টে ৷ভারত বাংলাদেশ সীমান্তের সিঙ্গাবাদ ও তিলাসন গ্রামের মাঝে অবস্থিত এই হিজল বোন ৷জানাযায় আজ সকাল ৮:৩০ মিনিটে নাগাদ আগুন লাগে এই হিজল ফরেস্টে ৷বেলা বাড়ার সাথে সাথে ভয়ংকর রূপ নেই এই হিজল ফরেস্টের আগুন |এইখানকার স্থানীয় এক বাসিন্দা প্রথমে আগুন দেখে অনুরাধাপুর বিএসএফ ক্যাম্পে খবর দেয় ৷তড়িঘড়ি করে ঘটনাস্থলে ছুটে যায় বিএসএফ 44 ব্যাটেলিয়ান অনুরাধাপুর ক্যাম্পের জোয়ানরা৷এই আগুন নিভাতে তড়িঘড়ি বিএসএফ 44 ব্যাটেলিয়ান অনুরাধাপুর ক্যাম্পের ডেল্টা কোম্পানি কমান্ডেন্ট মিথিলেশ কুমার এবং তার সাথীরা সাহায্যের হাত বাড়িয়ে দেন ৷ খবর দেওয়া হয় হবিপুর থানায় ৷ঘটনাস্থলে আসে একটি দমকল ইঞ্জিন |

