মঙ্গলবার সকালে মালদা জেলার কালিয়াচক থানার ডোমাইচক এলাকায় ঘটনাটি ঘটে। মৃতদেহ আনা হলো ময়নাতদন্তে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় মৃত কৃষকের নাম মন্টু মণ্ডল। বয়স (৬৩)বছর। পরিবারের রয়েছে স্ত্রীর লতা মন্ডল ও তিন ছেলে। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় অন্যান্য দিনের মতো আজ সকালে বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে পটলের জমিতে গিয়েছিল কাজ করতে। হঠাৎ ই অন্যান্য কৃষকেরা দেখতে পায় ওই কৃষকদের মৃতদেহ পড়ে রয়েছে ফসলের জমির পাশে। এরপরে পরিবারের লোককে খবর দেওয়া হয়। পরিবারের লোকেরা ছুটে এসে ওই কৃষকের উদ্ধার করে মালদার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানেই মৃত্যু হয় ওই কৃষকের। মৃত দেহটি উদ্ধার করে পরে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে আনা হয়। তবে কি কারণে কৃষকের মৃত্যু হলো তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।

