উত্তর দিনাজপুর:— প্রায় ২ কোটি টাকা ব্যয়ে গোয়ালপোখর ১ নম্বর ব্লকের ব্লকের সোলপাড়া হাইস্কুলে ছাত্রীদের জন্য K.G.B.V হোস্টেল উদ্বোধন হলো রবিবার। জানা গিয়েছে দীর্ঘদিন ধরে সোলপাড়া হাইস্কুলে যাত্রী আবাসনের সমস্যা ছিল। বিষয়টি প্রশাসনের নজরে নিয়ে আসা হয়েছিল। এই হোস্টেলে প্রায় একশো বেডের সুবিধা রয়েছে। প্রথম দফায় ৫০টি নিয়ে রবিবার দুপুরে এই গার্লস হোস্টেলটির উদ্বোধন করেন গোয়ালপোখর ১ ব্লকের বিডিও কৌশিক মল্লিক। এছাড়াও এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ালপোখর ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতির প্রতিনিধি আহমেদ রেজা, গোয়াগাঁও ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান, ও স্কুলের শিক্ষক শিক্ষিকারা। এই হোস্টেলটি হওয়াতে এলাকার দূরদূরান্ত থেকে আসা বহু পড়ুয়া উপকৃত হবেন বলে জানা গিয়েছে।

