৭৫ তম প্রজাতন্ত্র দিবস পালন করা হলো আজ ২৬ শে জানুয়ারি ২০২৪, দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ , মির্জাপুর জুনিয়র উচ্চ বিদ‍্যালয়, মির্জাপুর প্রাথমিক বিদ‍্যালয়, মির্জাপুর আই সি ডি এস সেন্টারে যৌথ উদোগে গঙ্গারামপুর ব্লকের মির্জাপুর প্রাথমিক বিদ‍্যালয় মাঠে

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

৭৫ তম প্রজাতন্ত্র দিবস পালন করা হলো আজ ২৬ শে জানুয়ারি ২০২৪,
দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ , মির্জাপুর জুনিয়র উচ্চ বিদ‍্যালয়, মির্জাপুর প্রাথমিক বিদ‍্যালয়, মির্জাপুর আই সি ডি এস সেন্টারে যৌথ উদোগে গঙ্গারামপুর ব্লকের মির্জাপুর প্রাথমিক বিদ‍্যালয় মাঠে –
উপস্থিত ছিলেন – মির্জাপুর আই সি ডি এস সেন্টারের কর্মি কমলা পাহান, মির্জাপুর জুনিয়র উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক নরেন্দ্র নাথ বিশ্বকর্মা মহাশয় , মির্জাপুর প্রাথমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক প্রলয় রায় মহাশয়, শিক্ষিকা জাসমিন হক্, চায়না মন্ডল মহাশয়া এবং
দক্ষিণ দিনাজপুর – জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর পি এল ভি গোলাম রাব্বানী মহাশয়,
১৯৪৭ সালে স্বাধীনতার পর, ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে একটি দল সংবিধান রচনার প্রস্তাব পেশ করা করা হয়েছিল । দুই বছর দির্ঘ আলোচনার পর, ২৪ শে জানুয়ারি ১৯৫০ সালে সংবিধান গৃহীত হয়।
এই সংবিধান কোনো সাধারণ দলিল ছিল না। এটি ছিল নতুন প্রজাতন্ত্রের প্রান, একটি গনতান্ত্রীক, সমতাবাদী এবং ন‍্যায়পরায়ন সমাজের কাঠামো। গৃহীত হওয়ার দুই দিন পর সংবিধান টি ২৬ শে জানুয়ারি ১৯৫০ সালে কার্যকর করা হয়, গড়ে ওঠে সার্বভৌম গণ প্রজাতান্ত্রিক ভারত । প্রতি বছরের ন‍্যায় এ বছরেও পালিত হলো প্রজাতন্ত্র দিবস।
প্রজাতন্ত্র দিবস পালনের সাথে সাথে —
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ থেকে কি কি সুবিধা পাওয়া যাবে এবং কারা কারা বিনামুল্যে উকিল বাবু পাবেন সে বিষয়ে প্রচার করেন ।
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ সকলের জন্য পরিষেবা ।
বিনামুল্যে আইনি পরামর্শ, মামলার পূর্বে আপোষ নিষ্পত্তি , লোক আদালতে আপোষের মাধ্যমে দ্রুত মামলার নিষ্পত্তি ,
অঞ্চল , থানা, ব্লকে নিযুক্ত পি এল ভি দ্বারা আইনি সহায়তা প্রদান।
কারা কারা বিনামুল্যে উকিল বাবু পাবেন –
মহিলা , শিশু, তফসিলি জাতি , তফসিলি উপজাতি, কারাগারে বন্দী বা পুলিশ হেফাজতে আছেন এমন ব‍্যাক্তি রা ।

শিশুদের সু সাস্থ্য , শিশুদের পুষ্টি , পরিস্কার পরিচ্ছন্নতা , বাল‍্য বিবাহ, কুসংস্কার , শিশুশ্রম, যৌন নির্যাতন,মানব পাচার, সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা আলোচনা করা হলো।
বিশেষ করে বাল‍্য বিবাহ যাহাতে না হয় তার উপরে জোর দেওয়া হয়
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর লিফলেট বিতরণ করেন ।

জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর পি এল ভি গোলাম রাববানী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *