, বালুরঘাট, ১৪ সেপ্টেম্বর ———-— যথাযথ মর্যাদায় পালিত হল বালুরঘাট দিবস। ১৯৪২ সালের ১৪ সেপ্টেম্বরের ইতিহাসকে স্মরণ করে বৃহস্পতিবার সকালে এই দিনটিকে বিশেষ ভাবে পালন করে বালুরঘাট দিবস উদযাপন কমিটি। এদিন প্রথমেই ডাঙ্গী তে জাতীয় পতাকা উত্তোলন করেন শহীদ বেদিতে মাল্যদান করেন অতিরিক্ত পুলিশ সুপার মহঃ নাসিম। এরপর বালুরঘাট প্রশাসনিক ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন দক্ষিণ দিনাজপুরের জেলা শাসক বিজিন কৃষ্ণা। সেখানে শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পনের পাশাপাশি শহীদদের শ্রদ্ধা জ্ঞাপনও করেন জেলাশাসক বিজিন কৃষ্ণা। এদিন সেই অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বালুরঘাট দিবস উদযাপন কমিটির কর্মকর্তারা, এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি চিন্তামনি বিহা, বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র সহ বিশিষ্টজনেরা।
প্রসঙ্গত, ১৯৪২ সালে ভারত ছাড়ো আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছিল বালুরঘাটেও। বালুরঘাটের বাসিন্দা তথা স্বাধীনতা সংগ্রামী সরোজ রঞ্জন চট্টোপাধ্যায় সহ অন্যান্য স্বাধীনতা সংগ্রামীদের নেতৃত্বে বালুরঘাট শহরের উপকণ্ঠে ডাঙ্গী গ্রামে হাজার হাজার মানুষ জমায়েত হয়েছিল আগের দিন রাতে। ১৪ সেপ্টেম্বর তারা বালুরঘাটে এসে শহর অবরুদ্ধ করে দেয়। আগুন ধরিয়ে দেওয়া হয় আদালত, পোস্ট অফিস, প্রশাসনিক ভবনে। তৎকালীন প্রশাসনিক ভবন বর্তমানে ট্রেজারি বিল্ডিং থেকে বিট্রিশদের পতাকা নামিয়ে ভারতের জাতীয় পতাকাও উত্তোলন করা হয়। যার পরেই পালিয়ে গিয়েছিল বিট্রিশ কর্তারা। তিন দিন স্বাধীন থাকার পর ফের বিট্রিশ সেনারা ফিরে এসে পুনরায় দখল নিয়েছিল বালুরঘাটের। চলেছিল ধরপাকড় ও অত্যাচারও। যে ঘটনাকে স্মরণ করে আজো ১৪ সেপ্টেম্বর দিনটি বালুরঘাট দিবস হিসাবেই উদযাপিত হয়।
জেলাশাসক বিজিন কৃষ্ণা বলেন, ৪২ এর ইতিহাসে বালুরঘাটের একটা বিরাট অবদান রয়েছে। সেই ইতিহাসকে স্মরণ করতেই এদিনের এই আয়োজন।

