উল্লেখ্য প্রায় 40 বছর ধরে অগ্রগামী ক্লাব কালী পূজা করে আসছে। প্রতিবছর তারা নতুন কিছু উপহার দিয়ে থাকে জেলা বাসি তথা বুনিয়াদপুর বাসিকে। সেই লক্ষ্যেই এবারে তাদের কালীপুজোর থিম কাল্পনিক, পূজোর পাশাপাশি তারা বিভিন্ন রকম সামাজিক কাজকর্ম করে থাকেন পুজোর পরের দিনগুলি, যেমন বস্ত্র বিতরণ, নারায়ন সেবা, রক্তদান এছাড়াও বিভিন্ন রকমের সামাজিক কাজকর্ম তারা করে থাকেন। সামাজিক কাজকর্মের পাশাপাশি তারা বিভিন্ন রকমের সরকারি প্রকল্পের প্রচার চালিয়ে যান মেলার দিনগুলিতে। পুজো থেকে শুরু করে প্রায় ১০ দিন চলবে মেলা। মেলাতে রয়েছে নাগরদোলা থেকে শুরু করে বিভিন্ন রকমের রাইড এর ব্যবস্থা, কচিকাঁচাদের আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন রকমের ব্যবস্থার আয়োজন করেছে ক্লাব কর্তৃপক্ষ থেকে শুরু করে মেলা কর্তৃপক্ষ। ক্লাব সদস্যরা জানিয়েছেন আমরা প্রতিবছর আনন্দ উৎসাহের সাথে পুজোর দিনগুলি পার করে থাকি, সেই সঙ্গে আমরা বিভিন্ন রকম সামাজিক কাজকর্ম করে থাকি। সকলের কাছে আমাদের আবেদন যে লোকজনেরা যাতে আমাদের পুজো প্যান্ডেলে এসে প্রতিমা দর্শনের পাশাপাশি মেলা ঘুরে দেখে। পুজোর দিনে পুজো প্যান্ডেলের শুভ সূচনা করবেন বুনিয়াদপুর পৌরসভার চেয়ারপারসন ও ভাইস চেয়ারপারসন, এছাড়াও বহিরাগত শিল্পী রাফা ইয়াসমিনের উদ্বোধনের সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হবে।
এ বিষয়ে অগ্রগামী ক্লাবের সেক্রেটারি ফটিক শীল জানিয়েছেন, এবারে আমাদের ৪০ তম বর্ষে কালীপুজোর থিম কাল্পনিক। পূজোর পাশাপাশি এবারে মেলার আয়োজন করা হয়েছে। জনসাধারণের কাছে আমাদের অনুরোধ সকলে মিলে যাতে পুজো প্যান্ডেলে এসে প্রতিমা দর্শনের পাশাপাশি মেলা ঘুরে দেখে।

