২১ জুলাই কর্মসূচিকে সামনে রেখে এবার দেয়াল লিখন শুরু করল তপন ব্লক তৃণমূল কংগ্রেস

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

তপন,১৫ জুলাই :——–—————-২১ জুলাই কর্মসূচিকে সামনে রেখে এবার দেয়াল লিখন শুরু করল তপন ব্লক তৃণমূল কংগ্রেস।
প্রতিবছর যথাযোগ্য মর্যদায় ২১ জুলাই শহীদ দিবস পালন করে রাজ্য তৃণমূল কংগ্রেস। এবছরও কলকাতার ধর্মতলায় ২১শে জুলাই শহীদ দিবস কর্মসূচি নেওয়া হয়েছে। মাঝে আর মাত্র কয়েক দিন। শহীদ দিবসে রাজ্যের প্রতিটি জেলা যেতে প্রচুর কর্মী সমর্থক হাজির হয় সেদিকে নজর দিয়ে জোড় কদমে প্রস্তূতি শুরু করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। দক্ষিণ দিনাজপুর জেলাতে শুরু হয়েছে প্রস্তূতি সভা। প্রতিটি ব্লক তৃণমূল কংগ্রেসের,যুব তৃণমূল কংগ্রেস ও শাখা সংগঠনের তরফে অঞ্চলে অঞ্চলে পথসভা করা হচ্ছে। সেই সাথে ব্যাপক প্রচার করতে এবার ২১ শে জুলাইয়ের দেয়াল লিখন শুরু করল তপন ব্লক তৃণমূল কংগ্রেস। এদিন তপনের বিভিন্ন এলাকায় দেয়াল লিখন করা হয়। রং ও তুলি হাতে নিয়ে ২১ শে জুলাই দেয়াল লিখন করেন তপন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি (গঙ্গারামপুর বিধানসভা ) সমীর রাহা,তপন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি (তপন বিধানসভা ) সুব্রতরঞ্জন ধর,তপন ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি জয়লাল সরকার,তৃণমূল নেতা গৌতম রায় প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *