১০লক্ষ টাকার আতশবাজি বাজেয়াপ্ত শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

১০লক্ষ টাকার আতশবাজি বাজেয়াপ্ত শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের

শিলিগুড়ি:-
ফের বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।মঙ্গলবার বিকেলে শিলিগুড়ির ৮নম্বর ওয়ার্ডের গান্ধী ময়দানের পাশে একটি বাড়ির নিচে গোডাউনে অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ ও এসওজি।অভিযান চালিয়ে প্রায় ৮-১০ লক্ষ টাকার বেআইনি ভাবে তৈরি হওয়া আতশবাজি বাজেয়াপ্ত করতে সক্ষম হয় পুলিশ।ঘটনায় রনক আগারওয়াল নামে এক ব্যক্তিকে আটক করে।পুজোর আগেই পুলিশের এমন বিরাট সফলতায় খুশি সকলে।অন্য দিকে এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি ইস্ট দীপক সরকার জানান,গোপন সূত্রের ভিত্তিতে এদিন প্রায় ৮-১০ লক্ষ টাকার নিষ্ক্রিয় আতশবাজি বাজেয়াপ্ত করেছে শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ ও এসওজি। পুজোর আগে এমন আরো বিভিন্ন জায়গায় অভিযান চালানো হবে বলেও সে কথা জানিয়ে দেন তিনি।এছাড়াও আজকের এই ঘটনার সাথে কেউ বা কারা জড়িত রয়েছে সেই বিষয়েও তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *