হিলিতে ওভারলোড লরির তাণ্ডব! ভোররাতে নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনা, আতঙ্ক সীমান্ত শহরে

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

বালুরঘাট, ৯ সেপ্টেম্বর ——- প্রশাসনিক উদাসীনতা যেন আরও একবার নজির গড়ল সীমান্ত শহরে। ভোররাতেই ওভারলোড লরির সংঘর্ষে কেঁপে উঠল দক্ষিণ দিনাজপুরের হিলি। মঙ্গলবার হিলির ডাবরা এলাকায় দাঁড়িয়ে থাকা এক চালবোঝাই লরিকে পেছন থেকে ধাক্কা মারে আরেকটি অতিরিক্ত মাল বোঝাই লরি। তীব্র সংঘর্ষে ধাক্কা মারা লরির খালাসি গুরুতর আহত হয়ে বালুরঘাট সুপারস্পেশালিটি হাসপাতালে ভর্তি হলেও অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন গাড়ির চালক। প্রত্যক্ষদর্শীদের দাবি, ধাক্কার তীব্রতায় দাঁড়িয়ে থাকা লরিটি সঙ্গে সঙ্গে উলটে যায়। তবে এই ঘটনায় চালক প্রাণে বাঁচলেও আতঙ্ক ছড়িয়েছে চারিদিকে। যে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হিলি থানার পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দুইটি লরিই ছিল অতিরিক্ত মালবোঝাই। ওভারলোডের চাপেই ধাক্কা মারা লরিটি নিয়ন্ত্রণ হারায় এবং যার ধাক্কার ফলে অপর ওভারলোড লরিটি সহজেই উলটে পড়ে।এদিকে এই ঘটনা নিয়ে স্থানীয় বাসিন্দারাও তীব্র ক্ষোভ উগড়ে দিয়েছেন প্রশাসনের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে। তাদের দাবি, দীর্ঘদিন ধরেই ওভারলোড লরির দাপট চলছে সীমান্ত শহরে। তবুও কোনো পদক্ষেপ নেই প্রশাসনের তরফে। তাদের আশঙ্কা, লরিগুলি ক্ষমতার বাইরে অত্যধিক পন্য নিয়ে যাবার ফলে তা যেকোন মুহুর্তে রাস্তায় উলটে গিয়ে বড়সড় বিপর্যয় ঘটবে।

এলাকার এক বাসিন্দা সুমিত দাস বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে যাবার কারনেই এদিন ভোররাতে এমন দুর্ঘটনা ঘটেছে।

হিলি থানার আইসি শীর্ষেন্দু দাস জানিয়েছেন, দুর্ঘটনার পরেই পুলিশ গিয়ে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক করেছে।

ওভারলোড লরির লাগামহীন দৌরাত্ম্যে নতুন করে আতঙ্কের আবহ তৈরি হয়েছে সীমান্ত শহরে। সাধারণ মানুষের প্রশ্ন—প্রশাসনের আদেও টনক নড়বে ? না কি আরও ভয়াবহ দুর্ঘটনার পরেই ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *