হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হল করওয়া চৌথ।এই উৎসব হিন্দি ভার্ষি মানুষদের কাছে অতি গুরুত্বপূর্ণ উৎসব। এ দিন স্বামীর দীর্ঘায়ু কামনা করে নির্জলা উপবাস রাখেন মহিলারা। প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণ পক্ষের চতুর্থী তিথিতে এই উপবাস রাখা হয়। এদিন স্নান করে ব্রতর সংকল্প করেন। তার পর সকলের সঙ্গে মিলে করওযা চৌথ পূজা করার পরে ব্রতকথা শোনেন এবং রাতে একপ্রকার নতুন বৌউয়ের সাজে স্ত্রীরা রাতে চাঁদ দেখার পর স্বামীর হাতে জল পান করে উপবাস ভঙ্গ করেন স্ত্রীরা।প্রতিবছর এইদিনে চাঁদ এক লুকোচুরি খেলে স্ত্রীদের পরীক্ষানেয়।সারা দেশের পাশাপাশি রবিবার রাতে কালিয়াগঞ্জের হিন্দি ভার্ষি মহিলারা নিষ্ঠা ও ভক্তি সহকারে স্বামীদের মঙ্গল কামনায় কারওয়া চৌথ পূজা করে।

