মাথাভাঙ্গা শহরের ৫ নম্বর ওয়ার্ডে কোর্ট চত্বরে পাকা রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ পূর্ত দফতরের বিরুদ্ধে ।এদিনের নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ করা হচ্ছে এই অভিযোগে কাজ বন্ধ করা হলো। মুহুরী ও আইনজীবীরাও এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান।তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সাধারণ সম্পাদক আলিজার রহমান জানান নিম্নমানের কাজ করা হচ্ছে তাই কাজ বন্ধ করা হয়েছে।ঠিকাদারি সংস্থার পক্ষ থেকে কোনো মন্তব্য করতে চাননি।পূর্ত দফতরের ইঞ্জিনিয়ার জানান সঠিকভাবে কাজ হচ্ছে কেউ কাজ বন্ধ করেছিলো কাজ আবার শুরু করা হবে।

