হর ঘর তিরঙ্গা কর্মসূচি কে ঘিরে জাতীয় পতাকা নিয়ে হিলিতে সাইকেল র‍্যালি বিএসএফের। স্বাধীনতা দিবসের প্রাক মুহুর্তে বিশেষ ম্যাসেজ দিতেই ১৪ কিলোমিটার র‍্যালি জওয়ানদের

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

 বালুরঘাট, ১৪ আগষ্ট —-—- হর ঘর তিরাঙ্গা কর্মসূচীকে ঘিরে সীমান্তে জাতীয় পতাকা নিয়ে সাইকেল র‍্যালি বিএসএফের। বুধবার সকালে ৬১ নং বিএসএফ ব্যাটেলিয়নের উদ্যোগে আয়োজিত হয় এই সাইকেল র‍্যালিটি। যে র‍্যালিতে এদিন অংশগ্রহণ করতে দেখা যায় সীমান্ত এলাকার ছেলে মেয়েদেরও। মূলত স্বাধীনতা দিবসের প্রাক মুহুর্তে প্রত্যেক দেশবাসীর উদ্দেশ্যে জাতীয় পতাকা নিয়ে বিশেষ ম্যাসেজ পৌছাতেই এই সাইকেল র‍্যালির আয়োজন বলে জানানো হয়েছে বিএসএফের তরফে। এদিন সকালে দক্ষিণ দিনাজপুরের বাংলাদেশ সীমান্ত লাগোয়া হিলির ওয়ার মেমোরিয়াল থেকে শুরু হয় সাইকেল র‍্যালিটির যাত্রাপথ। ৫১২নং জাতীয় সড়ক ধরে প্রায় চৌদ্দ কিলোমিটার জনবহুল বিভিন্ন এলাকা পরিক্রমা করে অবশেষে ত্রিমোহিনীতে এসে শেষ হয় সাইকেল র‍্যালিটি। বিএসএফ সূত্রে জানা গেছে হর ঘর তিরাঙ্গা কর্মসূচী সফল করতেই এই বিশেষ র‍্যালির আয়োজন এদিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *