হরিরামপুর দক্ষিণ দিনাজপুর ৩১ই মার্চ: শুক্রবার বিকেল তিনটে নাগাদ হরিরামপুর হাটে প্রচুর চোলাই মদের ঠেক বসেছিল এমন খবর পৌঁছায় হরিরামপুর থানার পুলিশের কাছে ও আফগারী দপ্তরের কাছে। আফগারী দপ্তর গোপন সূত্রে খবর পাওয়া র সঙ্গে সঙ্গে হরিরামপুর থানাকে জানায়, পরে হরিরামপুর থানা ও আফগারী দপ্তর যৌথ অভিযান চালায় হরিরামপুর হাটে।অভিযান চালিয়ে প্রায় ৮০ লিটার চোলাই মদ উদ্ধার করে নষ্ঠ করা হয়।যদিও ঘটনায় কাওকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ তার আগেই চোলাই মদ ছেড়ে পালিয়ে যান অভিযুক্তরা।
এবিষয়ে হরিরামপুর থানার আইসি অভিষেক তালুকদার জানিয়েছেন, আমরা জানতে পারি যে হরিরামপুর হাঁটে চোলাই মদ বিক্রি হচ্ছে আমরা হরিরামপুর থানা ও আফগারি দপ্তর অভিযান চালিয়ে ৮০ লিটার চোলাই মদ উদ্ধার করে তা নষ্ট করা হয়েছে। হরিরামপুর হাঁটে এমন অভিযান লাগাতার চালানো হবে হরিরামপুর থানার পুলিশের পক্ষ থেকে।

