মহেন্দ্র উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের উদ্যোগে ও স্বেচ্ছাসেবী সংস্থা দিশার ব্যবস্থাপনায় এই শিবির টি করেন তারা ।
উপস্থিত ছিলেন মহেন্দ্র ইস্কুলের শিক্ষক ছাত্র ছাত্রী অভিভাবক সহ দিশার সদস্যরা ।
এদিন মোট 25 জন রক্ত দাতা রক্ত দেন তাদের মধ্যে দুই জন মেয়েও রক্ত দান করেন এবং সকল মেয়েদের প্রতি বার্তা দেন যে আগামী দিনে যেভাবে ব্লাড ব্যাংক গুলোতে রক্তের ঘাটতি পরছে বা রক্ত সংকটের দেখা দিয়েছে তা পূরণ করতে গেলে সবাইকে এগিয়ে আসতে হবে। আমি সকল মেয়েদেরকে বলতে চাই আপনারাও এগিয়ে আসুন আপনার রক্তে বাচুক আরেকটি প্রাণ স্বেচ্ছায় রক্ত করুন দান ।
ব্লাড ক্যাম্প সূত্রে জানা জাই সুস্থ থাকলে 42 থেকে 45 কেজি হলেই মেয়েরা রক্ত দিতে পারবেন ছেলেদের ওজন হতে হবে 50 কেজি ওপরে রক্ত দিতে ভয়ের কোন বিষয় নেই সুস্থ থাকলে 3 মাসে একবার রক্ত সবাই দিতে পারেন।
3 মাসের মধ্যে শরীরে রক্তের ঘাটতি পূরণ হয়ে জাই ।
স্কুলের প্রধান শিক্ষক নির্মল মৈত্র বলেন শিক্ষক দিবস উপলক্ষে গতকাল ৫ সেপ্টেম্বর আমরা একটি চক্ষু পরীক্ষা কেন্দ্র শিবিরের আয়োজন করি, আজ ৬ সেপ্টেম্বর আমরা একটি রক্ত ডোনেট ক্যাম্প করছি কারণ আগামী দিনে আমাদের এই স্কুলের ছাত্র-ছাত্রীদেরকে একটি দিশা দেখাতে এবং সমাজ সেবামূলক কাজে এগিয়ে নিয়ে আসতে অনুপ্রাণিত করতে আমাদের এই আয়োজন আমি সহ কয়েকজন ছাত্র-ছাত্রী গার্জিয়ান সকলে মিলে প্রায় ২৫ জনের মতো আমরা আজকে রক্ত দিচ্ছি আগামী দিনে আমরা আরও ভালো কিছু করার জন্য উদ্যোগ নেব সকলকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং সকলকে পাশে থাকার জন্য আহবান করছি।

