জানা গিয়েছে হরিরামপুর ব্লকের বৈরহাট্টা গ্রাম পঞ্চায়েত এলাকার উন্নয়নমূলক কাজের জন্য সোমবার দুপুরে অর্থের মিটিং ডাকা হয়েছিল গ্রাম পঞ্চায়েতের তরফে।সেখানেই মিটিং শুরুতেই টেন্ডারের বিষয়টি নিয়ে প্রধান এবং উপপ্রধানের লোকজনদের মধ্যে শুরু হয় দ্বন্দ্ব। উপপ্রধানের গোষ্ঠী ও অঞ্চল তৃণমূল সভাপতি গোষ্ঠী ও হাজির হয়েছিলেন সেই পঞ্চায়েতের সামনেই বলে জানা গিয়েছে। এরপরেই অর্থের মিটিং নিয়ে প্রথমে প্রধান ও উপপ্রধানের মধ্যে কথা কাটাকাটি ,এরপর বচসা শুরু হয় দুই গোষ্ঠীর মধ্যে।প্রথমে হাতাহাতি এরপর লাঠি সোটা নিয়ে বৈরহাট্টা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা মন্ত্রী ঘনিষ্ঠ আব্দুল রাজ্জাক ও জেলা তৃণমূল সভাপতি মৃণাল সরকার ঘনিষ্ঠ অঞ্চল তৃণমূলে সভাপতি আমিনুল ইসলামের মধ্যে একে অপরের উপর চড়াও হয় তৃণমূলের দুই গোষ্ঠীর লোকজনেরা বলে অভিযোগ। অভিযোগ সেই সময় অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি আমিনুল ইসলামের লোকজন বোরহাটা গ্রাম পঞ্চায়েত উপপ্রধান বিপ্লব ঘনিষ্ঠ আব্দুল রাজ্জাককে মারধর করতে থাকে। অভিযোগ সেই সময় উভয়পক্ষের মধ্যে একপক্ষের তরফে পিস্তল ব্যবহার করে গুলি চালানোর চেষ্টা করলেও তা ব্যর্থ হয় লোকজনদের বাঁধায়।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিরামপুর থানার পুলিশ ও কমব্যাট ফোর্স।পুলিশ পৌঁছে ঘটনা নিয়ন্ত্রণে আনার পাশাপাশি একজনকে আগ্নেয়াস্ত সহ আটক করে থানায় নিয়ে আসা হয়েছ

