মালদা:—– রাস্তার ধারে গাড়ির অপেক্ষা করছিলেন এক দম্পতি। রাত প্রায় দশটা নাগাদ বাড়ি ফেরার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সামনে অপেক্ষা করছিলেন তারা। সেই সময় রাস্তায় দাঁড়িয়ে ছেলের সঙ্গে ফোনে কথা বলছিলেন স্বামী। হঠাৎ একটি মোটর বাইক তাদের সামনে এসে মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে চলে যায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছাড়াই মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। ঘটনায় রবিবার সকালে ওই দম্পতি ইংরেজ বাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
জানা গিয়েছে ওই দম্পতি মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অস্থায়ী খাবারের দোকান রয়েছে। প্রতিদিন রাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাড়ি ফেরেন তারা। তাদের বাড়ির পুরাতন মালদার সাহাপুরের এক নম্বর কলনী বাদলপাড়া এলাকায়। স্বামীর নাম লাল বাহাদুর ঘোষ ও স্ত্রী কানন ভদ্র। প্রতিদিনের মতো শনিবার রাতেও তারা দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। সেই সময় দুষ্কৃতীরা তাদের মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। ঘটনা ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করলে ঘটনার তদন্ত নেমেছে পুলিশ

