শীতল চক্রবর্তী হরিরামপুর দক্ষিণ দিনাজপুর ১২ ই জানুয়ারি :- স্বামী বিবেকানন্দের ১৬১তম জন্মদিন উপলক্ষে রক্তদান শিবিরের পাশাপাশি গরীব দুঃস্থ মানুষদের মধ্যে প্রায় ১০০ জনকে শীত বস্ত্র দান করলেন পুলিশ প্রশাসন। দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার পুলিশের উদ্যোগে জেলা পুলিশ সুপার রাহুলদের উপস্থিতিতে এদিন হরিরামপুর থানায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় যে রক্তদান শিবিরে পুলিশ কর্মী ও সেভিক ভলেন্টিয়াররা প্রায় ১০০ জন স্বেচ্ছায় রক্তদান করেন এদিন। পাশাপাশি এলাকার প্রায় ১০০ জন গরিব দুঃস্থ অসহায় মানুষদের শীতবস্ত্র বিতরণ করা হয় জেলা পুলিশ সুপার রাহুলদের হাত দিয়ে। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার রাহুল দে, অতিরিক্ত জেলা পুলিশ সুপার গ্ৰামীন ডেনডুপ শেরপা, , থানার আইসি অভিষেক তালুকদার, হরিরামপুর থানার এ এস আই শুভঙ্কর চক্রবর্তী, হরিরামপুর ব্লকের ব্লকের বিডিও পবিত্র লামা, বিশিষ্ট সমাজসেবী, তথা হরিরামপুর ব্লক সভাপতি আব্দুল হাতেম আলী ,সহ হরিরামপুর থানার অন্যান্য আধিকারিকেরা উপস্থিত ছিলেন।

