বক্সিরহাট :- —————– তুফানগঞ্জ-২ ব্লকের সিঙ্গিমারির বাসিন্দা সুশান্ত বর্মন বছর ৪৪ মৃত ঐ ব্যক্তি পেশায় কলকাতা পুলিশের কনস্টেবল ছিলেন স্ত্রীর মানসিক অত্যাচারে স্বামীর মৃত্যুর অভিযোগ তুলেছে পরিবার ৷ পুলিশ সূত্রে জানা যায় , কলকাতা পুলিশের আলিপুরের ব্যারাকে থাকতেন তিনি। শনিবার মস্তিকে রক্তক্ষরণ নিয়ে সেখানে অসুস্থ হয়ে পড়লে কলকাতার পিজি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে মৃত্যু হয় তার।
ঘটনায় সোমবার অভিযুক্ত স্ত্রীর বিরুদ্ধে বক্সিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। এমনকি অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সোমবার বিকেলে ওই কনস্টেবলের দেহ বাড়িতে ফিরতেই রামপুর- সিঙ্গিমারি সংযোগকারী রাজ্য সড়ক অবরোধ করে মৃতের পরিবার ও গ্রামবাসীরা বিক্ষোভ দেখান।
তবে মৃত কনস্টেবলের স্ত্রী চন্দনা কার্যী বলেন, তিনি শোকার্ত তাই তিনি এব্যাপারে কোনও মন্তব্য করতে রাজি নন।

