স্নাতকোত্তরে ২২ শতাংশ আসন বৃদ্ধি পেল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিষয়ে

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

মালদহ-  গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য সংরক্ষিত ৮০ শতাংশ আসন তার মধ্যে। বাকি আসনগুলিতে ভর্তি হতে পারবে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলির পড়ুয়ারা। ১ সেপ্টেম্বর থেকে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ডিগ্রিতে ভর্তির আবেদন শুরু হয়েছে। সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে আবেদন গ্রহণ। গৌড়বঙ্গ ছাড়াও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা আবেদন করতে পারবে। বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে।
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, কলা ও কমার্স বিভাগের মোট ২৩ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি করানো হয়। রাজ্য শিক্ষা দফতরের নীতি মেনে চলতি শিক্ষাবর্ষ থেকে আর্থিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের জন্য বিশেষ সংরক্ষণ করা হয়েছে প্রতিটি বিষয়ে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে ১৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে পড়ুয়ারা। ১৭ সেপ্টেম্বর লিস্ট প্রকাশ করা হবে। তারপর শুরু হবে ভর্তির প্রক্রিয়া। ভর্তির প্রক্রিয়া শেষ হলে আগামী তিন অক্টোবর থেকে স্নাতকোত্তর ডিগ্রীর ক্লাস শুরু হওয়ার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ভর্তির ক্ষেত্রে যে সমস্ত ছাত্র-ছাত্রীরা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে ল্যাব থাকা বিষয়গুলির জন্য ৩৭০০ টাকা ভর্তি ফি। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের ল্যাড থাকা বিষয়গুলিতে ৪০০০ টাকা ভর্তি ফি। লেপ ছাড়া বিষয়গুলিতে ভর্তি ফি ২৩০০ টাকা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য ২৬০০ টাকা। ইতিমধ্যে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *