স্ত্রীকে হাসুয়া দিয়ে কুপিয়ে খুনের অভিযোগে অভিযুক্ত স্বামীকে দোষী সাব্যস্ত করলো, গঙ্গারামপুর মহকুমা আদালতের এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ।

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

উল্লেখ্য ২০১৬ সালে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার ৯ নং গাংগুরিয়া অঞ্চলের ফুলতলা গ্রামের বাসিন্দা সুফল হাসদা তার স্ত্রীকে হাসুয়া দিয়ে কুপিয়ে খুন করে , ঘটনাস্থলে ই তৎক্ষণাৎ মৃত্যু হয় তার স্ত্রীর। এরপরে বংশীহারী থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত সুফল হাস দা কে গ্রেপ্তার করে। ৪৯৮, ৩০৪ ধারায় মামলা শুরু করে আদালতে পেশ করে বংশীহারী থানার পুলিশ। গতকাল অ্যাডিশনাল ডিসটিক সেশন জাজ মেলিসা গুডুম ৩০২ দুই ধারায় অভিযুক্ত সুফল হাসদা কে দোষী সাব্যস্ত করে। গতকাল সাজা ঘোষণা করবে অ্যাডিশনাল ডিস্টিক সেশন জর্জ। সূত্রে জানা গিয়েছে ৩০২ ধারায় সর্বোচ্চ সাজা রয়েছে ফাঁসি এবং সর্বনিম্ন সাজা যাবজ্জীবন কারাদণ্ড।

এ বিষয়ে গঙ্গারামপুর মহকুমা আদালতের সরকারি আইনজীবী পুতুল মিত্র জানিয়েছেন,২০১৬ সালের একটি মামলায় নিজের স্ত্রীকে হাসুয়া দিয়ে কুপিয়ে খুনের অভিযোগে অভিযুক্ত স্বামী সুফল হাসদাকে দোষী সাব্যস্ত করেছে গঙ্গারামপুর মহকুমা আদালতের অ্যাডিশনাল ডিসটিক সেশন জর্জ। মামলার রায় দান করা হবে। যেখানে অভিযুক্ত সুফল হাসদা কে ৩০২ ধারায় সর্বোচ্চ সাজাপ ফাঁসি এবং সর্বনিম্ন যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছেন সরকারি আইনজীবী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *