মালদা,২৯ আগস্ট :—————-
মালদা জেলার মহদিপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে রপ্তানি করা হয় পাথর, পেঁয়াজ সহ বিভিন্ন পণ্য। অন্যদিকে বাংলাদেশ থেকেও জুট ব্যাগ সহ অন্যান্য সামগ্রী রপ্তানি করা হয় ভারতে।
বর্তমানে জিরো পয়েন্টে বেহাল রাস্তা, সঠিক সময়ে পণ্য রপ্তানি না হওয়া, ভারত সরকারের পক্ষ থেকে পেঁয়াজ রপ্তানির উপর চল্লিশ শতাংশ রপ্তানি কর চাপানো সহ বিভিন্ন সমস্যা রয়েছে মহদিপুর সীমান্তে। এই সমস্ত বিষয় নিয়ে ভারতের মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্স মহদিপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা আগামী ৩০ আগস্ট রওনা দিবেন বাংলাদেশে। সেখানকার আমদানি ও রপ্তানিকারক এবং বাংলাদেশ হাই কমিশনারের সঙ্গে বৈঠক হবে। এদিন রাতে বাণিজ্য ভবনের সভাকক্ষে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন, মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু, সম্পাদক উত্তম বসাক সহ অন্যান্য ব্যবসায়ী ও এক্সপোর্টাররা।
জয়ন্ত বাবু বলেন, সীমান্তের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্স ও মহদিপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা দুই দিনের সফরে পৌঁছাবে বাংলাদেশ। সেখানে হাইকমিশনার, বাংলাদেশের আমদানি ও রপ্তানি কারকদের সঙ্গে বৈঠক করে সমস্যা সমাধানের জন্য আলোচনা হবে।

