হরিরামপুর দক্ষিণ দিনাজপুর ৬ই এপ্রিল : সৈয়দ পুর গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি অফিস কক্ষ উদ্বোধন করা হলো বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের ১০ নং সৈয়দপুর গ্রাম পঞ্চায়েতে । হরিরামপুর বিধান সভার বিধায়ক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের হাত দিয়ে ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় পঞ্চায়েতের নতুন অফিস কক্ষ গুলির।যেখানে উপস্থিত ছিলেন জেলা শাসক বিজিন কৃষ্ণা,অতিরিক্ত জেলা শাসক ,জেলা পরিষদের সভাধিপতি হরিরামপুর থানার আইসি অভিষেক তালুকদার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা উপস্থিত ছিলেন।
পঞ্চায়েত সূত্রে খবর ,দীর্ঘদিন ধরে ১০ নং সৈয়দপুর গ্রাম পঞ্চায়েত তিন থেকে চারটি কক্ষ নিয়ে পঞ্চায়েতের কাজকর্ম গুলি চলত।পঞ্চায়েতের বিল্ডিং গুলিও জরাজীর্ণ অবস্থায় হয়ে ছিল।এরপর পঞ্চায়েত প্রধান পঞ্চায়েতের বিল্ডিং এর উন্নতির জন্য সরকারের কাছে আবেদন করলে তার কাজ শুরু হয় বেশ কয়েকমাস আগে।বর্তমানে সেই পঞ্চায়েতে প্রধানের কক্ষ সহ প্রায় দশটি অফিস কক্ষ রয়েছে।
বৃহস্পতিবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন কক্ষ গুলির উদ্বোধন করা হয় ১০ং সৈয়দপুর গ্রাম পঞ্চায়েতে।
এবিষয়ে হরিরামপুর বিধান সভার বিধায়ক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র জানিয়েছেন , হরিরামপুরের সৈয়দ পুর গ্ৰাম পঞ্চায়েতের বেশকয়েকটি অফিস কক্ষের উদ্বোধন করলাম এরফলে পঞ্চায়েতের কাজকর্ম করতে সুবিধা হবে ।

