সীমান্তে বেপাত্তা বিএসএফ! কাঁটাতার টপকে অবৈধভাবে ভারতে প্রবেশ বাংলাদেশী যুবকের। তুমুল হইচই কুমারগঞ্জে

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

, বালুরঘাট, ১ সেপ্টেম্বর ——— সীমান্তে বেপাত্তা বিএসএফ! কাঁটাতার টপকে অবৈধভাবে ভারতে প্রবেশ বাংলাদেশী যুবকের। রবিবার দুপুরে এই ঘটনাকে ঘিরে তুমুল হইচই পরিস্থিতি তৈরি হয় দক্ষিণ দিনাজপুরের বাংলাদেশ সীমান্ত লাগোয়া কুমারগঞ্জের ফকিরগঞ্জ এলাকা। যদিও ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি এলাকায় পৌঁছে ওই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে কুমারগঞ্জ থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃত ওই বাংলাদেশী যুবকের নাম মিনাজুল ইসলাম। যার বাড়ি বাংলাদেশের শ্রীবন্দর থানার অন্তর্গত করঞ্জি গ্রামে। এদিন দুপুরে বিএসএফের নজর এড়িয়ে কাটাতার টপকে প্রায় দুশো মিটার দূরে ফকিরগঞ্জ বাজারে ঢুকে পড়ে ওই যুবক। যার সন্দেহজনক গতিবিধি দেখে কিছুটা সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করতেই বাসিন্দারা জানতে পারে ওই যুবক বাংলাদেশ থেকে সীমান্ত টপকে এপারে অবৈধভাবে প্রবেশ করেছে। ঘটনা জানাজানি হতেই তুমুল হুলুস্থুল পরিস্থিতি তৈরি হয় এলাকায়। সীমান্তে হাই এলার্ট জারি থাকবার পরেও কিভাবে বিএসএফের নজর এড়িয়ে বাংলাদেশী ওই যুবক অনুপ্রবেশ করল ভারতে তা নিয়ে প্রশ্ন তুলে সীমান্তের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন ভারতীয় বাসিন্দারা। যদিও এই ঘটনার খবর পেয়েই এলাকায় পৌঁছে ওই বাংলাদেশী যুবককে গ্রেফতার করে কুমারগঞ্জ থানার পুলিশ।
প্রসঙ্গত, বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি হবার পর থেকেই দুদেশের সীমান্ত লাগোয়া এলাকায় হাই এলার্ট জারি করে ভারত সরকার। বিশেষ করে কাঁটাতার বিহীন এলাকাগুলিতে বাড়তি নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়। যা নিয়ে বিশেষ বার্তা দিতে জেলায় আসেন বিএসএফের এডিজিও। কিন্তু তারপরেও কিভাবে সীমান্তরক্ষী বাহিনীর নজর এড়িয়ে এমন অবৈধভাবে ওই বাংলাদেশী যুবক ভারতে প্রবেশ করল তা নিয়েই উঠেছে প্রশ্ন। যদিও কুমারগঞ্জ থানার আইসি জানিয়েছেন, ওই বাংলাদেশী যুবককে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *