বালুরঘাট, ২৫ মার্চ: পাচারের আগেই সীমান্তে উদ্ধার বিপুল পরিমান নিষিদ্ধ কাফ সিরাপ। শনিবার ভোর রাতে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার দুর্গাপুর বিওপি এলাকা থেকে উদ্ধার হয় ওই নিষিদ্ধ কাফ সিরাপগুলি৷ গোপন সূত্রে খবর পেয়ে ১৩৭ নম্বর ব্যাটেলিয়নের কর্তব্যরত বিএসএফ জওয়ানরা দুর্গাপুর সীমান্তে অভিযান চালালে ৩৪০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭ লক্ষ টাকা৷ যদিও এই ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি বিএসএফ। এদিন দুপুরে বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার করা ওই নিষিদ্ধ কাফ সিরাপ গুলি তুলে দেওয়া হয়েছে বালুরঘাট থানার পুলিশের হাতে। এদিকে এই পাচার চক্রের পিছনে আর কে বা কারা যুক্ত রয়েছে তা নিয়ে জোর তদন্তে নেমেছে বিএসএফ ও বালুরঘাট থানার পুলিশ।

