সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে লড়ি থেকে কিছু চুরি করছে চোর৷ সেই সিসিটিভি ফুটেজ নিয়ে বৃহস্পতিবার রাতে রায়গঞ্জ থানার দারস্থ লড়ির চালক। তার অভিযোগ লড়ি থেকে চুরি হয়েছে ৫ হাজার টাকা, একটি এনড্রয়েড মোবাইল এবং লড়ির চাবি। লড়ি চালকের নাম শেখ আজিম, বাড়ি কলকাতায়। তার দাবী বুধবার সে কলকাতা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বৃহস্পতিবার ভোড়ে লড়িতে কিছু সমস্যা হওয়ায় রায়গঞ্জের সোহারই মোড় এলাকায় ৩৪ নাম্বার জাতীয় সড়কের ধারে লড়ি দাড় করিয়ে কিছু সময় বিশ্রাম নিচ্ছিল সে। ঘুম ভাঙতে দেখতে পায় চুরি গেছে তার মোবাইল, টাকা আর লড়ির চাবি। দীর্ঘ সময় চেষ্টা করে সামনের একটি প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ জোগাড় করে স্থানীয় মানুষদের সহায়তায় রায়গঞ্জ থানার দারস্থ হয় ওই লড়ি চালক। এদিন এবিষয়ে লড়ি চালক শেখ আজিম বলেন…

