জলপাইগুড়ি:-
সিপিএম এর জেলা সন্মেলনের প্রকাশ্য সমাবেশে প্রাধান্য পেল বাংলাদেশ ইস্যু। বাংলাদেশের অন্তর্বতী ইউনুস সরকারকে অসাংবিধানিক বলে তোপ দাগলেন দলের রাজ্য সম্পাদক তথা পপলিটব্যুরো সদস্য মহ: সেলিম। বাংলাদেশ প্রসঙ্গ টেনে এনে নিশানা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও।
শনিবার থেকে রবীন্দ্রভবনে শুরু হয়েছে দুদিন ব্যাপী সিপিএম এর জলপাইগুড়ি জেলা কমিটির ২৬ তম জেলা সন্মেলন। প্রথম দিনে দলের পতাকা উত্তোলনের পর রবীন্দ্রভবন ময়দানে প্রকাশ্য সমাবেশ হয়। সেই সমাবেশের প্রধান বক্তা ছিলেন মহ: সেলিম। এদিনের তার ৪৫মিনিটের বক্ত্যবে বারবার উঠে এসেছে বাংলাদেশ ইস্যু। ইউনুস সরকারকে অসংবিধানিক বলে আখ্যা দিয়েছেন সেলিম। সেদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার, ধর্মীয় স্থানে হামলার নিন্দা করেছেন। ইউনুস সরকার প্রসঙ্গে বলতে গিয়ে বাক্যবাণে বিদ্ধ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাস্ট্রমন্ত্রী অমিত শাহ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও।
সমাবেশের পর সাংবাদিক সন্মেলন করেন তিনি। সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ইণ্ডিয়া জোট মন্তব্য নিয়ে কটাক্ষ করেন সেলিম। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কটাক্ষের সুর শোনা যায় তার গলায়।আলিপুরদুয়ার সহ রাজ্যের বিভিন্ন এলাকায় জঙ্গী যোগ নিয়ে রাজ্য সরকার এবং শাসকদলকে নিশানা করেন তিনি। সাংবাদিক সন্মেলনের পর জেলা সন্মেলনের আভ্যন্তরীণ প্রতিনিধি সন্মেলনে যোগ দেন সেলিম এবং দলের বিদায়ী জেলা সম্পাদক সলিল আচার্য সহ অন্যান্য নেতৃত্ব।

