সারা ভারত কৃষক সভা, শ্রমিক ক্ষেতমজুর ইউনিয়ন ও বংশীহারী থানা কমিটির উদ্যোগে বংশীহারী থানাতে দুই দফা দেওয়া হলো ডেপুটেশন।

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

এদিন বুনিয়াদপুর শহরের সিপিএম কার্যালয় থেকে একটি মিছিল বের করে বংশীহারী থানা পর্যন্ত গিয়ে পৌছায়। থানার সামনে মিছিলকে রুখতে মোতায়েন করা হয় পুলিশ পিকেটিং। মিছিল রুখতে পুলিশের সঙ্গে সিপিএম কর্মীদের হয় ধস্তাধস্তি। সিপিএম কর্মীদের দাবি গুলি হলো আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সমস্ত ভোটাররা যাতে নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে তা সুনিশ্চিত করতে হবে। গত পঞ্চায়েত নির্বাচনে প্রশাসনের একাংশের মদতে তৃণমূল বাহিনীর দ্বারা প্রচুর অবৈধ আগ্নেয়াস্ত্র বোমা বারুদ ব্যবহার করে বুথ দখল সহ ছাপা ভোট করে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছিল। সমস্ত অবৈধ আগ্নেয় অস্ত্র বোমা বারুদ উদ্ধার করতে হবে। এবং আইনানুপ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না হলে সিপিএমের পক্ষ থেকে এরপরে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি সিপিএমের। এই সমস্ত দাবি নিয়ে সিএমআইপি এর পক্ষ থেকে বংশীহারী থানাতে ডেপুটেশন দেওয়া হয়।

এই বিষয়ে সিপিএম সারা ভারত কৃষক সভার জেলা সম্পাদক সুকুরুদ্দিন আহম্মেদ জানিয়েছে, গত ২০১৪ সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের গুঁড়া বাহিনী যে ভাবে বোমা পিস্তল আগ্নেয়াস্ত্র নিয়ে যেভাবে সন্ত্রাসী কর্মকান্ড করেছিল তার প্রতিবাদ জানিয়ে সহ দুই দফা দাবিতে আজকের এই কর্মসূচি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *