সারা দেশের পাশাপাশি তপন ব্লকের রামপাড়া চ্যাঁচড়া অঞ্চল কংগ্রেসের পক্ষ থেকে যথাযোগ্য মর্যদায় ৭৭ তম স্বাধীনতা দিবস পালন করা হল। সেই সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বলিপুকুরে। অনুষ্ঠানের শুরুতে বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এরপর শোভাযাত্রাটি বলিপুকুর এলাকা পরিক্রমা করে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তেলন করেন জেলা কংগ্রেস সভাপতি অঞ্জন চৌধুরি। পাশাপাশি সংগঠনের পতাকা উত্তোলন করা হয়।এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান দেশত্ববোধক সংগীত,এবং খুদেদের নৃত্যে জমজমাট হয়ে অনুষ্ঠান। অনুষ্ঠানে জেলা কংগ্রেস সভাপতি অঞ্জন চৌধুরির পাশাপাশি উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রতন সরকার,রঞ্জন মিশ্র,কংগ্রেস সেবাদল নেত্রী মাধবী গুহ,জেলা মহিলা কংগ্রেস নেত্রী কৃষ্ণা সরকার,তপন ব্লক কংগ্রেস রাকেশ সরকার,সেবা দলের প্রাক্তন জেলা সভাপতি গোপাল দত্ত,কংগ্রেস নেতা আবু তাহের মিঁয়া,রামপাড়া চ্যাঁচড়া গ্রাম পঞ্চায়েত সদস্য সাবিনা খাতুন বিবি প্রমুখ।

