হরিরামপুর দক্ষিণ দিনাজপুর ২৬ ই এপ্রিল:——–— ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার গোকর্ণ গ্রাম পঞ্চায়েতের জাঠি গ্রামের ঘটনা । ওই গৃহবধূর দাবি গত দুই বছর আগে তাদের সামাজিকভাবে বিয়ে হয়েছিল যার পরে তিনি গর্ভবতী হন এবং বাপের বাড়ি চলে আসেন বাপের বাড়ি যাওয়ার পরে একটি পুত্র সন্তানের জন্মদিন স্বামী ফারুক আব্দুল্লাহ নামে ওই যুবক কিন্তু পুত্র জন্ম সন্তান জন্ম হওয়ার পরেই শ্বশুর বাড়ির লোকজনেরা চক্রান্ত করে ওই গৃহবধূকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ তুলেছেন ওই গৃহবধ আফরিনা খাতুন, যে ঘটনায় অসহায় হয়ে পড়েছেন ওই গৃহবধূ আফরিনা খাতুন। তার দাবি তাদের শ্বশুর বাড়ির লোকজনেরা চক্রান্ত করে তার স্বামীকে বাড়ি থেকে অন্যত্র কোথাও পাঠিয়ে দিয়েছেন বলে দাবি ওই গৃহবধূর পরবর্তীতে তার স্বামীর সঙ্গে যোগাযোগ করতে চাইলেও কোন অবস্থাতেই তারা যোগাযোগ করতে পারছেন না বলে অভিযোগ করেছেন ওই গৃহবধূ আফরিনা খাতুন, যে বিষয় নিয়ে হরিরামপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন অসহায় ওই পুত্র সন্তানের মা ।
এবিষয়ে ওই গৃহবধূ আফরিনা খাতুন তাঁর স্বামীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করে জানিয়েছেন, গত এক বছর ধরে আমার সাথে প্রেম করে আমরা সামাজিকভাবে বিয়ে করি, বিয়ের পরে আমাদের পুত্র সন্তান হলেও বর্তমানে আমাকে এবং আমার ছেলেকে মেনে নিতে চাইছেন না আমার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনেরা। ঘটনায় আমি নিরুপায় হয়েছি আমি চাই আমি ছেলেকে নিয়ে স্বামীর সঙ্গে সংসার করব।
এ বিষয়ে দুই প্রতিবেশী তুরেসা বিবি ও আব্দুর রাজ্জাক ওই গৃহবধূর স্বামী ফারুক আব্দুল্লাহর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করে জানিয়েছেন, তাদের অনেকদিন ধরে ভালোবাসা ছিল শুনেছিলাম তারপরে বিয়ে করেছে এবং মেয়েটির বাচ্চাও হয়েছে ।আমরা চাই মেয়েটির সমস্যা সমাধান করা হোক।

