সাবডিভিশনাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের তরফে সাংবাদিকদের অফিসের সামনে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে ৭৭তম স্বাধীনতা দিবসের দিনটি পালন করা হয়

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

গঙ্গারামপুর ১৫ আগস্ট :————— দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে উল্লেখযোগ্য সাংবাদিকদের সংগঠনের তরফে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে ৭৭তম স্বাধীনতা দিবসের দিনটি পালন করা হল। মঙ্গলবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরে সবজি মার্কেটের উপরে অবস্থিত জেলার মধ্যে উল্লেখযোগ্য সাংবাদিকদের সংগঠন সাবডিভিশনাল রিপোটার্স অ্যাসোসিয়েশন নামে সাংবাদিকদের সংগঠনের তরঙ্গে কানের সামনে এই দিনটি পালন করা হয়। সেখানে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান উপস্থিত থেকে সাংবাদিকদের পৌরসভার তরফে স্বামীর দেবার আশ্বাস দেন তিনি৷সেশ কাউন্সিলার, সংগঠনের জেলা সভাপতি, সম্পাদক সহ ক্লাবের বহু সাংবাদিক সদস্য উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন সর্বস্তরের মানুষজেনরাও।
১৪ বছর আগে সাংবাদিকদের এই সংগঠনের তরফে কাজ শুরু করা হলেও ২০১৫ সালে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহর থেকেই জেলার মধ্যে উল্লেখযোগ্য সাংবাদিকদের সংগঠন সাবডিভিশনাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সূচনা হয়। অস্থায়ীভাবে থানার সামনে এই ক্লাবটি বহুদিন চলার পরে ২০১৫ সালে সরকারী অনুমোদন পাই এই ক্লাবটি। ২০২০ সালে ৩১ডিসেম্বর বেশ ঘটা করে গঙ্গারামপুর শহরের চিত্তরঞ্জন সবজী মার্কেটের দ্বিতলে এই ক্লাবের অফিসঘর ভাড়া নিয়েই তার পথচলা স্থায়ীভাবে শুরু করতে উদ্ধোধন করা হয়। জেলার প্রায় ৪০ জনের বেশি দৈনিক বিভিন্ন সংবাদপত্রের সাংবাদিকদের পাশাপাশি কবি সাহিত্যিক জেলার মধ্যে উল্লেখযোগ সাংবাদিকদের সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন বহুদিন ধরেই।যারা সাধারণ মানুষজনদের পাশে থেকে সব সময় কাজ করে গিয়েছেন বিভিন্ন সময়ে, এই সংগঠনের সদস্যরা তথা সাংবাদিকেরা বলে খবর।
মঙ্গলবার ১৫ আগষ্ট ৭৭তম স্বাধীনতা দিবসের এই দিনটিকে সামনে রেখে এদিন সকালে ক্লাবের অফিস ঘরের সামনে এই দিনটি পালন করা হয়।জাতীয় পতাকা উত্তেলন করেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র।ক্লাবের পতাকা উত্তেলন করেন ক্লাব সম্পাদক শীতল চক্রবর্তী। জাতীয় সঙ্গীও গাওয়া হয় সকলে মিলে। সেখানে গঙ্গারামপুরের ট্রাফিক ওসি রঞ্জিত দাস, গঙ্গারামপুর থানার টাউন অফিসার এসআই বিশ্বজিৎ বর্মন, এসআই সমীর কর্মকার, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলার, প্রাক্তন কাউন্সিলার তুলসিপ্রসাদ চৌধুরী, সাবডিভিশনাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি তথা সাংবাদিক চয়ন হোড় ক্লাবের জেলা সম্পাদক তথা বিশিষ্ট সাংবাদিক শীতল চক্রবর্তী,জেলার সহ সম্পাদক পিন্টু কুন্ডু,এর পরে একে একে উপস্থিত ক্লাবের সহ সভাপতি নারায়ন বসাক, কালচারাল সম্পাদক সাংবাদিক বিপ্লব হালদার, কোষাধক্ষ তথা সাংবাদিক অমল দাস, অফিস সম্পাদক বাবাই সুর, সাংবাদিক বাসুদেব দাস, সাহিত্যিক অজিত ঘোষ, সাহিত্যিক স্বপন দেবনাথেরা নেতাজী গান্ধীজি, বি আর আম্বেদকর থেকে শুরু করে বহু বিশিষ্টজনেদের ছবিতে মাল্যদান করেন। মাল্যদান করেন উপস্থিত বিশিষ্টজনেরা। গঙ্গারামপুর পৌরসভা প্রশান্ত মিত্র সাংবাদিকদের এমন কাজে প্রশংসা করে স্থায়ীভাবে তাঁদের একটি ক্লাবঘর পৌরসভার তরফে দেবার আশ্বাস দেন। সাংবাদিকদের কাজের প্রশংসাও করেন তিনি।
গঙ্গারামপুরের ট্রাফিক ওসি রঞ্জিত দাসও সাংবাদিকদের এমন কাজে প্রশংশা করে, জানিয়েছেন, শুধু সাংবাদিকতার পাশাপাশি এমন কাজ করে তাঁরা যাচ্ছেন।দারুন এই উদ্যাগ আগামী দিনে আরো বেশি করে এগিয়ে যাবে সেই আশা রাখছি।
সাংবাদিকদের সংগঠনের জেলা সভাপতি তথা সাংবাদিক চয়ন হোড় জানিয়েছেন, ক্লাবের পথচলা বহুদিন ধরেই শুরু হয়েছে।এবছর ৭৭তম স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। বিভিন্ন ধরনের অনুষ্টানের আয়োজনোও করা হয়েছিল।
সংগঠনের জেলা সম্পাদক তথা সাংবাদিক শীতল চক্রবর্তী জানিয়েছেন, আমাদের সাংবাদিকদের সংগঠনের তরফে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে ৭৭তম স্বাধীনতা দিবসের দিনটি পালন করা হয়েছে। সকলেই মিলিতভাবে এমন অনুষ্টানের আয়োজন করা হয়েছে।যা আগামী দিনেও করা হবে।
সাংবাদিকদের সংগঠনের তরফে এমন অনুষ্ঠানে সাধারন মানুষজন, ব্যবসায়ী থেকে শুরু করে সকলেই এগিয়ে এসেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *