সাপে কাটা রোগীর মৃত্যুকে ঘিরে জোর চাঞ্চল্য রবিবার রাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে, ভাঙচুর করা হয় মেল মেডিকেল ওয়ার্ডের বেশ কিছু সরঞ্জাম।

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

মালদা ;——————সাপে কাটা রোগীর মৃত্যুকে ঘিরে জোর চাঞ্চল্য রবিবার রাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে, ভাঙচুর করা হয় মেল মেডিকেল ওয়ার্ডের বেশ কিছু সরঞ্জাম। মৃত রোগীর পরিবারের হাতে আক্রান্ত চার জুনিয়র চিকিৎসক। এই নিয়ে তুলকালাম মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল। এদিন রাতে পরিষেবা ছেড়ে বিক্ষোভ অবস্থানে জুনিয়র ডাক্তাররা। নিরাপত্তার দাবি তুলেন তারা। তারা বলেন সিনিয়র ডাক্তাররা কখনো তাঁদের সঙ্গে থাকে না বলে অভিযোগ। এমনকি কোনো নিরাপত্তা রক্ষীরাও থাকে না। তাই বার বার রোগীকে পরিষেবা দেওয়ার সময় তাঁদেরই হামলার মুখোমুখি হতে হয় বলেই অভিযোগ তুলেছেন জুনিয়র চিকিৎসকেরা। হাসপাতাল কর্তৃপক্ষ যতক্ষণ না তাঁদের নিরাপত্তা ও নিয়মিত ডিউটির সময় সিনিয়র ডাক্তারদের থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন। ততক্ষণ তাঁদের অবস্থান বিক্ষোভ চলবে। জানা যায় পুরাতন মালদার নলডুবির এলাকার এক বাসিন্দা সাপে কামড়ে অসুস্থ হয়ে পড়ে। তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আনার কিচ্ছুক্ষণের পর মৃত্যু হয় ওই রোগীর। তারপরেই শুরু হয়ে যায় তান্ডব। এদিন রাতেই ঘটনার খবর পেয়ে ছুটে আসেন ইংরেজবাজার থানার পুলিশ ও মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের এমএসভিপি পুরঞ্জয় সাহা। এদিকে হাসপাতালে ভাঙচুরের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *