লোকেশন :- তুফানগঞ্জ
কোচবিহার :- সাত সকালে তৃণমূল পঞ্চায়েত সদস্যর বাড়ির সামনে থেকে তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য কোচবিহারে। রবিবার কোচবিহার জেলার তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের অন্ধরানফুলবাড়ী ২ গ্রাম পঞ্চায়েতের ছালাপাক এলাকার ঘটনা। অভিযোগ পঞ্চায়েত সদস্য মীনা দের বাড়ির সামনে তাজা বোমা রেখে যায় বিজেপি-আস্তৃত দুষ্কৃতীরা। আজ সকালে স্থানীয় বাসিন্দারা বোমাটি দেখতে পারেন এরপরই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাজা বোমাটি উদ্ধার করে নিয়ে যায় তুফানগঞ্জ থানার পুলিশ। এ বিষয়ে পঞ্চায়েত সদস্য মীনা দে বলেন এলাকাকে উত্তপ্ত করতে বিজেপি দুষ্কৃতীরা বোমাটি রেখে যায়! যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে তৃণমূলের গোষ্ঠী কোন্দলকে দায়ী করল বিজেপি কোচবিহার জেলা সহ-সভাপতি উৎপল দাস। তিনি বলেন বিজেপি বোম্ব বন্ধুকে বিশ্বাস করে না এটা ওদের নিজেদের গোষ্ঠী গোন্দলের ফল যেখানে ঘটনাটি ঘটেছে তার পাশেই একটি সিসিটিভি রয়েছে পুলিশ সেই ফুটেজ সংগ্রহ করে তদন্ত করুক এবং দোষীদের গ্রেফতার করুক এর সাথে কোন বিজেপির যোগ নেই।

