সাড়ম্বরে পালিত হলো ‘সুরক্ষিত মাতৃত্ব দিবস’ ২০২৪ নারী মুক্তি মহিলা সমিতির সহযোগিতায় গঙ্গারামপুরে সুভাষপল্লীতে- অনুষ্ঠানের ভিড় হলো ব্যাপক

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

গঙ্গারামপুর১৮ এপ্রিল দক্ষিণ দিনাজপুর———–—-১১ই এপ্রিল’ দিনটিকে সামনে রেখে বৃহস্পতিবার ১৮ই এপ্রিল ২০২৪ – কে সামনে রেখে “সুরক্ষিত মাতৃত্ব দিবস” পালিত হল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের নারী মুক্তি মহিলা সমিতিতে চাইল্ড ইন নিড ইনস্টিটিউট (সিনি)-র সহযোগিতায় ও নারী মুক্তি মহিলা সমিতির যৌথ উদ্যোগে এমন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভিড় হয়েছিল ব্যাপক।
অনুষ্ঠানে শুরুতেই বিশিষ্ট ব্যক্তিবর্গকে বরণ করা হয়। এরপরই প্রায় ৫০জন গর্ভবতী মহিলাদের সামনে সুরক্ষিত মাতৃত্ব বিষয়ক সচেতনতার বার্তা দেওয়া হয়। সেখানে টিকাকরন, পুষ্টি ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও মাতৃত্বকালীন সময়ের বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা যেমন – জননী সুরক্ষা যোজনা, জননী ও শিশু সুরক্ষা কার্যক্রম, বাংলা মাতৃ প্রকল্প, প্রতি ইংরেজি মাসের ৯ তারিখের প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের শিবিরের গুরুত্ব তুলে ধরা হয় এদিনের এই অনুষ্ঠানে। এরপর অনুষ্ঠান শেষে গর্ভবতী মহিলাদের পুষ্টিকর খাবার খাওয়ানো হয়। নারী মুক্তি মহিলা সমিতির সম্পাদক কাঞ্চন বসাক জানিয়েছেন, এমন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সুরক্ষিত মাতৃত্ব বিষয়ে আলোচনা করলাম। যা সমস্ত গর্ভবতী মা ও তাদের পরিবারে সহায়তা পাবে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী মুক্তি মহিলা সমিতির প্রেসিডেন্ট শ্রীমতি ব্রততী সরকার, সম্পাদক শ্রী কাঞ্চন বসাক, অন্যান্য সদস্য শ্রী প্রণব কুমার বসাক, সুদীপ্ত মুখার্জী, গৌতম হালদার ও অন্যান্য সদস্যবৃন্দ। এই দিনে অনুষ্ঠানে ভিড় হয়েছিল ব্যাপক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *