সাইবার সংক্রান্ত মামলার অভিযোগ শিলিগুড়ি থেকে গ্রেপ্তার দুষ্কৃতী।রাজ্যে বাড়ছে সাইবার সংক্রান্ত অপরাধ।সদা সতর্ক রাজ্য পুলিশ প্রশাসন।রাজ্য পুলিশের বর্ধমান সাইবার থানার অভিযান,শিলিগুড়ি থেকে গ্রেফতার এক।শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশকে সাথে নিয়ে গতকাল রাতে পূর্ব বর্ধমান সাইবার থানার পুলিশ অভিযান চালায় দেবীডাঙ্গা এলাকায়।জানা গিয়েছে বর্ধমান সাইবার থানার পুলিশ রবীন্দ্র প্রসাদ সিং নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।ধৃত কিশানগঞ্জের কাঁচা খোয়ার বাসিন্দা।অক্টোবর মাসের একত্রিশ তারিখের একটি সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতেই রবীন্দ্রপ্রসাদ সিং কে গ্রেপ্তার করেছে পুলিশ।অভিযুক্ত বিহারের বাসিন্দা হলেও শিলিগুড়ির দেবিডাঙ্গা এলাকায় পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছিল।বর্ধমান সাইবার থানার পুলিশ অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে বর্ধমান নিয়ে যায় বলেই জানা গিয়েছে।বুধবার রাতে প্রধান নগর থানার পুলিশকে সাথে নিয়ে এই অভিযান সংঘটিত করেছিল পূর্ব বর্ধমান সাইবার থানার পুলিশ দল।

