সাংবাদিক বৈঠক করে তপন ব্লকের ৫ অঞ্চল কমিটি ও ৭৭ টি বুথ সভাপতিদের নাম ঘোষনা করা হল

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুর ২৫ এপ্রিল :—————–মঙ্গলবার সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় দক্ষিণ দিনাজপুর জেলার তপন কসবার দলীয় কার্যালয়ে।
পঞ্চায়েত ভোটের মুখে জেলায় জন সংযোগ সভা করতে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ৩মে জেলার হরিরামপুর,গঙ্গারামপুর ও পতিরামে সভা করার কথা রয়েছে। গঙ্গারামপুর স্টেডিয়ামে রাত্রি যাপন করার কথা রয়েছে। এনিয়ে প্রশাসনিক তরফে ব্যবস্তা তুঙ্গে। জোড় কদমে মাঠ পরিদর্শনে চলছে।সভায় যোগদিতে আসা কর্মীদের গাড়ি কোথায় থাকবে। কোথা দিয়ে কর্মীরা সভা স্থলে যাবে। সেসব রুপরেখা তৈরি করছে পুলিশ। সভা সফল করতে জেলা তৃণমূল কংগ্রেস ব্লক ধরে ধরে প্রস্তূতি সভা করছে। এর মাঝে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে ৫ অঞ্চলের পূর্ণাঙ্গ কমিটি ও ৭৭ টি বুথের সভাপতিদের নাম করেন তপন ব্লক (তপন বিধানসভা ) সভাপতি সুব্রত ধর। এদিন অঞ্চল কমিটি ও বুথ সভাপতিদের নাম ঘোষনার সময় সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন তৃণমূল সংখ্যালঘু সেলের জেলা সভাপতি মোজাম্মেল হক তৃণমূল নেতা অমল রায়,অজয় বর্মন,গনেশ বর্মন,মনসুর আলি,তপন ব্লক শ্রমিক নেতা কমল টিগ্গা প্রমুখ।
তপন ব্লক (তপন বিধানসভা ) সভাপতি সুব্রত ধর বলেন,আগেই আমাদের অঞ্চল সভাপতি ও অঞ্চল চেয়ারম্যানদের নাম ঘোষনা হয়েছিল। আজকে আমরা অঞ্চল গুলির পুর্নাঙ্গ কমিটি ঘোষনা করলাম। সুব্রত বাবু বলেন,৫ টি অঞ্চলের ৭৭ টি বুথ সভাপতিদের নাম ঘোষনা করা হল। পঞ্চায়েত ভোটের আগে এমন কমিটি ঘোষনা হওয়ায় শাসকদল বেশ সুবিধা পাবে বলে মনে করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *