জলপাইগুড়ি:-
সরকারি দফতরে চুরি। ঘটনায় ধৃত চারজন।ধৃতদের মধ্যে একজন আবার অন্য একটি দফতরের সরকারি কর্মচারী ! ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ির মালবাজারে।
ঘটনাস্থল মালবাজারের অবস্থিত গজলডোবা ডেভেলপমেন্ট অথরিটির দফতর। পূজোর বন্ধ থাকার পর চলতি সপ্তাহেই খুলেছে অফিস। গতকাল মঙ্গলবার, দফতরের এক কর্মীর নজরেই প্রথমে আসে চুরির ঘটনা। এরপরই জানাজানি হতে চাঞ্চল্য ছড়ায়। দেখা যায় দফতরের একটি ঘরের পেছনের দরজা ভাঙা। উধাও কম্পিউটার মনিটর, প্রিন্টার, ইউপিএস সহ একাধিক বৈদ্যুতিন সামগ্রী। ভাঙ্গা ছিলো আলমারির দরজাও। এরপরই মাল থানায় অভিযোগ দায়ের করেন দফতরের আধিকারিক। তদন্তে নেমে রাতেই চারজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে চুরির যাওয়া সামগ্রীর একাংশও উদ্ধার হয়। দেখা যায় ধৃত চারজনের মধ্যে ধৃত সুভাষ ওরাও মালবাজার পুর্ত দফতরের চতুর্থ শ্রেনীর কর্মী। গজলডোবা ডেভেলপমেন্ট অথরিটির দফতর এবং পুর্ত দফতর পাশাপাশি। পুলিশের প্রাথমিক অনুমান এই চুরির মাস্টার মাইণ্ড সুভাষ ওরাও। পুর্ত দফতরের কর্মী হওয়ার সুবাদে সংলগ্ন ওই দফতরের খুটিনাটি তার জানা ছিলো। পূজোর বন্ধ থাকায় সব দফতরই ছিলো শুনশান। সেই সুযোগকে কাজে লাগিয়ে সঙ্গীদের নিয়ে চুরির ঘটনা ঘটায় সে। যদিও শেষ রক্ষা হয়নি। চুরির সামগ্রী পাচার করার আগেই পুলিশের হাতে ধর পড়ল সে। বুধবার চারজনকেই জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে এবং পুলিশ রিমাণ্ডের আবেদন জানানো হয়েছে মালবাজার থানার পুলিশের তরফে।

