সময়ের তালে তালে বদলায় অনুভূতি—গঙ্গারামপুর ফুটবল ক্লাবের দুর্গাপুজোয় চমক

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

সময়ের তালে তালে বদলায় অনুভূতি—গঙ্গারামপুর ফুটবল ক্লাবের দুর্গাপুজোয় চমক
বালুরঘাট, ২৩ সেপ্টেম্বর:      ———————–দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের হালদারপাড়া সার্বজনীন দুর্গোৎসব, যা এবার ৪৮তম বর্ষে পা দিল, তাদের থিম “সময়ের তালে তালে বদলায় অনুভূতি” সামনে রেখে দর্শকদের সামনে এক বিরাট চমক উপহার দিয়েছে।ফুটবল ক্লাবের পক্ষ থেকে এ বছর বিশেষভাবে তুলে ধরা হয়েছে হারিয়ে যাওয়া কুটির ও বাঁশের শিল্পকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন হারিয়ে যাওয়া শিল্পকে পুনর্জীবন দেওয়ার উদ্যোগ নিয়েছেন,তেমনই ক্লাব কর্তৃপক্ষও সেই বার্তাকেই বেছে নিয়েছে। বাঁশের তৈরি নিখুঁত দুর্গা প্রতিমা ইতিমধ্যেই জেলার মধ্যে সাড়া ফেলেছে।
শুধু প্রতিমা নয়, আলোকসজ্জা থেকে শুরু করে বিরাট আকারের মেলাও আকর্ষণ বাড়িয়েছে পূজোয়।পাশাপাশি রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্প, নাবালিকা বিয়ে প্রতিরোধ, সেভ ড্রাইভ সেভ লাইফ, বৃক্ষরোপণসহ একাধিক সামাজিক ও জনকল্যাণমূলক বার্তাও ফুটিয়ে তোলা হয়েছে প্যান্ডেল ও প্রতিমার মাধ্যমে।

 

ক্লাবের অন্যতম সদস্য সনাতন হালদার, মানিক ঘোষ, বাপ্পা সন্ন্যাসী, মিলন ঘোষ সহ প্রতিটি ক্লাবের সদস্যরা তাদের অক্লান্ত পরিশ্রমে এত সুন্দর পরিবেশ তৈরি করেছে বলে জানা গেছে।

 

গঙ্গারামপুর ফুটবল ক্লাবের সভাপতি বরুণ সরকার ও পুজো কমিটির সম্পাদক গৌড় পদ ঘোষ (গোরা) জানিয়েছেন, “আমাদের পুজো এবারে জেলার সেরা হবেই।মানুষজন মুগ্ধ হয়েছে প্রতিমা ও প্যান্ডেল দেখে। মুখ্যমন্ত্রীর হাত ধরে আমাদের পুজোর উদ্বোধন হয়েছে, যা আমাদের আরও অনুপ্রেরণা দেবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *