গঙ্গারামপুর,১ অগাস্ট : সপ্তম আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগীতায় একগুচ্ছ স্বর্ণ ও রুপো পদক নিয়ে ঘরে ফিরলেন দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলার প্রতিযোগীরা। স্বাভাবিক ভাবে খুশির হাওয়া ছড়িয়েছে।
অল ইন্ডিয়া সেইসিনকাই সিতো রিউ ক্যারাটে ডু ফেডারেশনের উদ্যাগে ২৯ ও ৩০ জুলাই কলকাতা নেতাজি ইনডোর স্টেডিয়ামে সপ্তম আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতার আসর বসে। সেখানে ভারত সহ বাংলাদেশ,নেপাল,শ্রীলঙ্কা সহ ১০ টি দেশে থেকে প্রতিযোগিরা এসেছিলেন। সেখানে অংশ নিয়েছিলেন সিয়ান রঘুনাথ পালের ত্র্যাকাডেমির পক্ষ থেকে প্রায় ৩১ জন প্রতিযোগীতা অংশ নিয়েছিল। তাদের মধ্যে গোন্ড পেয়েছে দক্ষিন দিনাজপুরের গঙ্গারামপুরের রোহান বাগচি
অম্বিকা হালদার, কুশমন্ডির রিসব দাস,বুনিয়াদপুরের স্বর্ণায়ু মহন্ত,
সিলভার পেয়েছে বুনিয়াদপুরের টিয়ারা বালা
গঙ্গারামপুরের ফুলবাড়ির তামান্না ছেত্রী,মালদা জেলার চাঁচলের অবন্তিকা দাস,
চাঁচলের অনুশ্রী রাই,
বুনিয়াদপুরের শুভাঙ্গি অধিকারী,
চাঁচলের ঈশিত চক্রবর্তী,ব্রোঞ্জ পেয়েছে
সামসীর সার্থক সাহা
রতুয়ার সমৃদ্ধা সাহা
কুশমন্ডির মনোতোষ সরকার,বালুরঘাটের অন্নিশা দাস,সামসীর মিনু প্রামানিক,গঙ্গারামপুরের স্নেহা মালাকার,স্নেহা রায়,সোমদীপ মালাকার,বুনিয়াদপুরের
,ইশান মন্ডল,সাধধিক চৌধুরি হরিরামপুরের সৌকর্ন বারুই,মহিপালের রুপনীলপন সরকার।
সিয়ান রঘুনাথ পাল জানান কলকাতা নেতাজি ইনডোরে স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপের আসর বসেছিল। সেখানে দক্ষিণ দিনাজপুর জেলার প্রায় ৩১ জন অংশ নিয়েছিল। তাদের মধ্যে প্রায় সকলে পদ পেয়েছে। আশাকরি আগামী দিন তারা আরো ভালো জায়গায় সুযোগ পাবে।

