সন্ধ্যার পর কালিয়াগঞ্জ পৌর বাজারে ছাদ সমাজ বিরোধীদের স্বর্গরাজ্য,পৌর সভা সন্ধ্যা নামতেই উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌর সভার তাঁরা বাজারের নির্মীয়মান ছাদ যেন সমাজ বিরোধীদের স্বর্গরাজ্যে পরিণত হয়

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

সন্ধ্যার পর কালিয়াগঞ্জ পৌর বাজারে ছাদ সমাজ বিরোধীদের স্বর্গরাজ্য,পৌর সভা সন্ধ্যা নামতেই উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌর সভার তাঁরা বাজারের নির্মীয়মান ছাদ যেন সমাজ বিরোধীদের স্বর্গরাজ্যে পরিণত হয়। জানা যায় কালিয়াগঞ্জ পৌর সভার অধীন তাঁরা বাজার পৌর মার্কেটে আট বছর পূর্বে প্রাক্তন চেয়ারম্যান কার্তিক পালের আমলে একটি অত্যাধুনিক বাজার নির্মাণের লক্ষ্যে একটি বিল্ডিং নির্মাণের কাজ শুরু হয়ে যাবার পর সেই কাজ বন্ধ হয়ে যায়।বর্তমানে শহরের সমাজ বিরোধীদের দুষ্কর্ম করবার মত একটি ভালো জায়গা হিসাবে মার্কেট চত্বরের ছাদটি তারা বেছে নিয়েছে।সন্ধ্যা হলেই তারা বাজার পৌর মার্কেট এলাকাটি যেন সমাজ বিরোধীদের অধীনে চলে যায় প্রতিদিন। এ ব্যাপারে কালিয়াগঞ্জ পৌর সভার প্রাক্তন পৌর কমিশনার জীবন নায়েক বলেন দীর্ঘ আট থেকে দশ বছর হল পৌর সভা অত্যাধুনিক বাজার নির্মাণের নামে সমাজবিরোধীদের আড্ডাখানা বানিয়ে রেখেছেন বলে জীবন বাবু ক্ষুব্ধ হয়ে জানান। তিনি বলেন দিনের বেলায় বাজার করতে এসে বাজারের ধারে পাওয়া জয় মদের প্রচুর বোতল ড্রাগ করবার জন্য সিরিঞ্জ ছাড়াও অসামাজিক কাজ কর্ম করার নানান উপকরণ।এসব কি পৌর কর্তৃপক্ষের চোখে পরেনা?জীবন নায়েক বলেন অবিলম্বে পৌর বাজারের নির্মাণ কার্য শুরু করার ব্যাবস্থা করুক নয়তো সমাজ বিরোধীদের আড্ডা স্থল মুক্ত করবার ব্যাবস্থা করু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *