সদ্য হয়ে যাওয়া পঞ্চায়েত নির্বাচনে ছাপ্পা ভোট ও গণনা কেন্দ্রে ভোট লুটের অভিযোগ তুলে আন্দোলনে গঙ্গারামপুরের সিপিআইএমের এরিয়া কমিটি , শহরের মিছিল ও পার্টি অফিসের সামনে পথসভার আয়োজন করা জল।

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 গঙ্গারামপুর 16 জুলাই দক্ষিণ দিনাজপুর :—––পঞ্চায়েত ভোটে ছাপ্পা ভোট ও গণনায় দিন ভোট লুটের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও পথসভা করল সিপিআইএম এরিয়া কমিটির নেতৃত্বরা। শনিবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের এরিয়া কমিটির তরফে শহরে মিছিল বের করে ধিক্কার জানানোর পাশাপাশি হাইরোডে সিপিএম পার্টি অফিসের সামনে পথসভার আয়োজন করা হয়।সেখানে সিপিএমের জেলা সম্পাদক সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। সাধ্য হয়ে যাওয়া পঞ্চায়েত নির্বাচনে সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও ভালো ফল করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। বিরোধী সিপিআইএম এর অভিযোগ, ভোটের দিন বিভিন্ন ভোট কেন্দ্রে গিয়ে ছাপ্পা ভোট করিয়েছে শাসকদলের লোকজন। এমনকি ভোট গণনা দিনেও ব্যাপক পরিমাণে ছাপ্পা দিয়েছে বলে অভিযোগ সিপিএম নেতৃত্বদের। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে শনিবার রাতে গঙ্গারামপুরের সিপিআইএমের এরিয়া কমিটির তরফে শহরে বিরাট মিছিল বের করা হয়। রাতে সিপিআইএমের দলীয় কার্যালয়ের সামনে গঙ্গারামপুর হাইরোডে পথসভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সিপিএমের জেলা সম্পাদক নারায়ণ বিশ্বাস, সিপিআইএমের গঙ্গারামপুর এরিয়া কমিটির সম্পাদক অচিন্ত্য চক্রবর্তী, সিপিএম নেতা নন্দলাল হাজরা, পার্থ সরকার, বলরাম ঘোষ,সহ আরো অনেকেই। সিপিআইএমের জেলা সম্পাদক নারায়ণ বিশ্বাস অভিযোগ করে বলেন, তৃণমূল সরকার ছাপ্পা ভোটের সরকার। মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে। সেজন্য আআমাদের আন্দোলনে নামতে হয়েছে। সিপিএমের গঙ্গারামপুর এরিয়া কমিটির সম্পাদক অচিন্ত্য চক্রবর্তী বলেন,দিদি ও মোদি সেটিং, তাই শাসক দল যেভাবে পাচ্ছে ভোটের দিন ও গননার দিন ছাপ্পা করছে। ঘটনা প্রতিবাদ জানিয়ে আন্দোলনে নাম হয়েছে। সিপিএমের জেলা কমিটির নেতা নন্দলাল হাজরা বলেন, শাসকদলকে পুলিশ ও নির্বাচন কমিশনের সাহায্য নিতে হচ্ছে পঞ্চায়েত ভোটের দিন ও গননার দিন ছাপ্পা দিতে হচ্ছে।সেই কারণেই এমন আন্দোলনে নামা হয়েছে।শাসকদলের মানুষজনদের গণতান্ত্রিক অধিকার করতে বাধা দিচ্ছে, কিসের এত ভয় শাসকদলের লোকজনদের। সেই কারণেই এমন আন্দোলনে নামা হয়েছে। সিপিএমের এমন আন্দোলনে ভিড় হয়েছিল ভালই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *