একহাতে যেমন নিজের ৫ জনের পরিবার সামলান আর আরেক হাতে টোটোর চালান সংসারের হাল ধরতে।তিনি প্রতিদিন সকালে সংসারের সমস্ত কাজ সামলে টোটো নিয়ে বেরিয়ে পরেন উপার্জনের লক্ষ্যে।লোন নিয়ে আনজারা বেগম টোটো কিনেছেন।সারাদিন টোটো চালিয়ে ২০০-৩০০ টাকা উপার্জন হয়ে যায়।
আনজারা বেগম বলেন সংসারে তার অভাব রয়েছে কি করবেন ভেবে পাচ্ছিলেন না। তাই শেষ মেষ লোন নিয়ে একটি টোটো কিনে ফেলেন। সংসারের সমস্ত কাজ সামলে টোটো নিয়ে বেরিয়ে পড়েন।কালিয়াগঞ্জ, হেমতাবাদ, কখনো আবার রায়গঞ্জে চলে আসে।সারাদিন টোটো চালিয়ে ২০০ থেকে ৩০০ টাকা উপার্জন হয়ে যায়।
অপরদিকে কালিয়াগঞ্জের এক বাসিন্দা বাবলু দাস বলেন।এক মহিলা হয়ে টোটো চালাচ্ছে ভালো।এখোন মহিলারা কোন অংশে পিছিয়ে নেয় পুরুষের তুলনায়।সংসারের হাল ধরতেই টোটো চালাতে বাধ্য হয়েছেন হয়তো।

