কোচবিহার :- শেষমেষ মঙ্গলবার কোচবিহার মহিষবাথান এলাকায় জেলা পরিবহন ভবনের সামনে অবৈধভাবে তৈরি হওয়া দোকান ভেঙ্গে দিল প্রশাসন। কোচবিহার জেলা প্রশাসনের নির্দেশে এর আগেও একবার দোকান গুলো ভাঙতে গিয়েছিল কোচবিহার সদর মহকুমা শাসকের নেতৃত্বে পুন্ডিবাড়ি থানার পুলিশ । তবে সেইদিন ব্যবসায়ীদের বিক্ষোভের কারণে ফুটপাত উচ্ছেদ করা সম্ভব হয়ে ওঠেনি । সোমবার মুখ্যমন্ত্রী অবৈধ উৎপাত যখন নিয়ে করা বার্তা দেওয়ার পরেই দেখা যায় মঙ্গলবার সকাল থেকে মহিষবাথান পরিবহন ভবনের সামনে ফুটপাতের উপর তৈরি হওয়া অবৈধ দোকানগুলো ভেঙে দেয় প্রশাসন। পুন্ডিবাড়ী থানার বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে দোকানগুলো ভেঙে দেওয়া হয়েছে । দোকানগুলো ভেঙে দেওয়ার ফলে স্থানীয় যারা দোকানদাররা তারা সমস্যায় পড়েছেন । তাদের কথা প্রায় ১৭ থেকে ১৮ বছর ধরে তারা সেখানে দোকান করে রোজগার চালাচ্ছিলেন তবে তাদের দোকান হঠাৎ করে সরিয়ে দেওয়ায় তারা এখন বেকারত্বের সমস্যায় ভুগবেন।

