, বালুরঘাট:————-—-
বিজেপির ‘সংকল্প যাত্রা’র পাল্টা কর্মসূচি হিসেবে দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো মহিলা কর্মী ও সমর্থকদের সভা।শুক্রবার বুনিয়াদপুরের সুকান্ত ভবনে আয়োজিত “মহিলাদের শক্তিতে দিদির তৈরি তৃণমূল” নামের এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ও রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
এদিন সভামঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র, মহিলা নেত্রী স্নেহলতা হেমরম, জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা, কুশমন্ডির বিধায়িকা রেখা রায়, প্রাক্তন কুমারগঞ্জের বিধায়িকা মাহমুদা বেগম সহ জেলা তৃণমূল নেতৃত্ব।
সভায় বক্তব্য রাখতে গিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন,
“এসআইআর নিয়ে বিজেপি সরকার নোংরা রাজনীতি করছে। কর্মীরা যেন বিভ্রান্ত না হয়, সেই কারণেই এই ধরনের সভার আয়োজন করা হচ্ছে। আমাদের নেত্রীর নির্দেশ অনুযায়ী আমরা সবসময় মানুষের পাশে আছি এবং থাকবো।”
রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র বলেন,“মহিলাদের ক্ষমতায়নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা দেশজুড়ে উদাহরণ। মানুষের মধ্যে এসআইআর বিষয়টি পরিষ্কার করতেই আজকের এই সভা।”
এদিন সভা জুড়ে মহিলা কর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য এবং উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

