গঙ্গারামপুর ২৩ ডিসেম্বর : শুক্রবার বিকেলে গঙ্গারামপুর শহরের কালিতলায় অবস্থিত দলীয় কার্যালয়ে প্রস্তূতি সভা করল বিজেপি।
১০০ দিনের কাজ থেকে শুরু করে একাধিক দুর্নীতির প্রতিবাদে আগামী ৩ জানুয়ারি জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে জেলা বিজেপি। সেখানে অংশ নেবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কর্মসূচি সফল করতে এদিন সংগঠনের মন্ডল সভাপতি থেকে শুরু করে শাখা সংগঠনের নেতা নেত্রীদের নিয়ে প্রস্তূতি সভা করা হয়।সভায় উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরুপ চৌধুরী,বিজেপি নেতা শুভেন্দু সরকার,গৌতম চক্রবর্তী,প্রদীপ সরকার,কানাই বিশ্বাস সহ আরো অনেকে ।
বিজেপির জেলা সভাপতি স্বরুপ চৌধুরী ১০০ দিনের কাজে থেকে শুরু করে নিয়োগ দুর্নীতি। আবাস যোজনায় গবীর মানুষদের ঘর না দিয়ে যেভাবে দুর্নীতি করা হচ্ছে। তার প্রতিবাদে আগামী ৩ জানুয়ারি জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচিতে অংশ নেবেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। কর্মসূচী সফল করতে আজকে প্রস্তূতি সভা করা হল।

