শিলিগুড়ির সঙ্ঘশ্রী ক্লাবের এবার বিশেষ আকর্ষণ “থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে”

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

শিলিগুড়ি :——————- আর মাত্র দিন পনেরো বাকি দুর্গাপুজোর। বাঙালির শ্রেষ্ঠ উৎসব এই পুজো। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পুজোর প্রস্তুতি। জোর কদমে চলছে পূজা মন্ডপ তৈরির কাজ।

ঠিক তেমনি শিলিগুড়ি সঙ্ঘশ্রী ক্লাবের এবার ৫৮ তম বর্ষে পদার্পণ করতে চলেছে তাদের পুজো। ইতিমধ্যেই চলছে পুজো মণ্ডপ তৈরীর কাজ। তাদের এবারের থিম “থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে”। যার মধ্য দিয়ে তুলে ধরা হবে শৈশবের কিছু কথা। প্রায় কুড়ি লক্ষ টাকার বাজেটের এই পুজো এবার নজর কারতে চলেছে শহর শিলিগুড়িবাসির। এছাড়াও মন্ডপের সাথে সামঞ্জস্য বজায় রেখে থাকছে প্রতিমা। পাশাপাশি মন্ডপসজ্জা ও আলোকসজ্জাতেও থাকছে বিশেষ চমক। এবং এই পূজা মণ্ডপে শুভ উদ্বোধন করা হবে আগামী সাত সেপ্টেম্বর পূজোর চতুর্থীর দিন। সবমিলিয়ে প্রত্যেকবারের মতো এবারও শিলিগুড়ি সঙ্ঘশ্রী ক্লাবের দুর্গাপুজো এক বিশেষ চমক দিতে চলেছে শিলিগুড়িবাসি তথা উত্তরবঙ্গবাসীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *