শিলিগুড়ি:-
শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ শহরের প্রাণকেন্দ্র বিধান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের ৬টি গাড়ি।এছাড়াও বিএসএফ জাবানরাও আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছে।পাশাপাশি বিএসএফের দুটি ফায়ার সার্ভিসের ইঞ্জিনও ঘটনার স্থলে এসে পৌঁছেছে।এ পর্যন্ত ২৪-৩০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।আগুন জ্বলছে।কালো ধোঁয়ায় ঢেকে গেছে পুরো এলাকা।আতঙ্ক ছড়িয়ে পড়ে বিধান মার্কেটে।এদিন দমকলের একটি ইঞ্জিনও না চলায় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।পরে দ্বিতীয় ইঞ্জিন দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হয়।এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন বিধায়ক শঙ্কর ঘোষ,মেয়র গৌতম দেব,বিধান মার্কেট ব্যবসায়ী কমিটির আধিকারিকরা।মেয়র সহ অন্যান্য জনপ্রতিনিধিরা বলছেন,আগুন নিয়ন্ত্রণে অগ্রাধিকার।আগুন নিয়ন্ত্রণের পর আগুন লাগার কারণ খতিয়ে দেখা হবে।ব্যবসায়ীদের অভিযোগ,আগুন নিয়ন্ত্রণে প্রথমে দমকলের একটি ছোট ইঞ্জিন পাঠানো হয়েছিল যাতে জল কম ছিল।দমকলের বড় ইঞ্জিন সময়মতো পৌঁছলে আগুন ছড়ানো থেকে ঠেকানো যেত।

